NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এএম

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

নিউইয়র্ক স্টেট সিনেটে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ ডে হিসেবে অফিশিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য একটি রেজ্যুলেশন পাস হয়েছে। রেজ্যুলেশন পাস হওয়ার পর এবার প্রথমবারের মতো আলবেনিতে ক্যাপিটল হিলে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল, সিনেটর সুপেলভেদা এবং অন্য সিনেটররা। তারাই ১৪ এপ্রিলকে নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ ডে হিসেবে পাস করেন।
এবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের ক্যাপিটল হিলে বর্ষবরণের অনুষ্ঠান হবে ২৮ এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত। সেখানে থাকবেন মুক্তধারা ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃবৃন্দ ও তাদের শিল্পীরা। এ ছাড়া কমিউনিটির লিডারদের অনেকেই উপস্থিত থাকবেন।
মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বাপসনিউজকে বলেন, প্রথমবার বর্ষবরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। ১০০ থেকে ১২০ জনের মতো অতিথি সেখানে থাকতে পারেন। এর মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন ৮০ জন। শিল্পী আছেন ২০ জন। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সম্পাদক বা সাংবাদিকের থাকার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও শিল্প তুলে ধরা হবে। তিনি আরও বলেন, নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া বড় অর্জন। আর এই কৃতিত্ব নিউইয়র্ক প্রবাসী সকলেরই। তিনি বলেন, এ বছর থেকে এই অনুষ্ঠান উদযাপন করা শুরু হয়েছে, আগামীতেও হবে।