NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ ডে প্যারেড’


Shibbir Ahmed   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ ডে প্যারেড’


যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের অবস্থানকে জানান দিতে ১৩ এপ্রিল রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেল ‘বাংলাদেশ ডে প্যারেড’।জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাস্তা বন্ধ করে ৬৫ প্রবাসী সংগঠনের হাজার হাজার সদস্য বাংলাদেশ স্ট্রিটের পাশ দিয়ে প্যারেড নিয়ে যায় ৮৭ স্ট্রিটে। লাল-সবুজের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে আর বিজয় ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করেন। সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত থমকে ছিল কুইন্সের এলাকাটি। ভিনদেশিরা বাঙালিদের প্যারেডকে অভিবাদন জানান। সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন সিটি মেয়র এরিক এডামস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। ‘হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র সহযোগিতায় এ প্যারেড আয়োজন করে ‘বাংলাদেশ সোসাইটি’।

সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, 'প্যারেডের সফলতার সকল কৃতিত্ব প্রবাসীদের। তাদের সর্বাত্মক সহায়তায় আমরা অভিভূত।' এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ বলেন, 'আমি খুবই গর্বিত ও আনন্দিত। দ্বিতীয় বারের মতো জ্যাকসন হাইটসে প্যারেড করতে পারলাম।আশা করব, আগামীতে সকল ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন সকলকে নিয়ে এই প্যারেডটিকে আরও বড় করে আয়োজন করা যাবে-সেটিই আশাদের আশা।'

প্যারেডে অংশ নেওয়া চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের বলেন, 'আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নিয়ে চমৎকার একটি প্যারেড উপহার দেওয়ার জন্যে। আশা রাখি, আগামী বছর আরো বড় আয়োজনে প্যারেড করব, ইনশাআল্লাহ।' প্যারেড কমিটির সদস্য সচিব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান বলেন, '৬৫ সংগঠনের ৩ হাজারের বেশি লোক এসেছেন। ইউনিভাসিটি, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ শিশুরাও এসেছে। আমাদের বাঙালি কালচার প্রবাস প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্যারেডের গুরুত্ব অপরিসীম।'