NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

হামজাদের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

হামজাদের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম

আগামী ১০ জুন নতুন করে সেজে ওঠা ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই মধ্যে এই ম্যাচের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে আসছে প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা দেশের প্রধান এই স্টেডিয়াম।

বাফুফে এই স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ৫দিন আগে আরেকটি ফিফা ফ্রেন্ডলি খেলার ঘোষণা দিয়েছে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত প্রতিপক্ষ নিশ্চিত হয়নি।

 

নতুন ও নান্দনিক রূপ পাওয়া এই স্টেডিয়ামের শেষ মুহূর্তের কাজ চলছে ফ্লাডলাইট স্থাপন ও মাঠের পরিচর্যা। টাওয়ারের পাশাপাশি পূর্ব গ্যালারির শেডের ক্যানোপিতে লাইট বসানো হয়েছে। সেগুলো প্রতিদিনই জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছে। এর পর লাইট বসানো হবে পশ্চিম ও উত্তর গ্যালারির শেডের ক্যানোপিতে। ৩৮ কোটি টাকার বেশি ব্যয়ে এই স্টেডিয়ামে বসানো হচ্ছে এলইডি ফ্লাডলাইট।

 

বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিরা ঘনঘন পরিদর্শন করছেন স্টেডিয়াম। এর আগে স্টেডিয়াম ঘুরে দেখে গেছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার। তার আগে এসেছিলেন এএফসি কর্মকর্তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির নীতিও নির্ধারণ করা হয়ে গেছে। বাফুফে সূত্রে জানা গেছে, গ্যালারির ২২ হাজার আসনের মধ্যে সাধারণ দর্শকদের জন্য বিক্রি করা হবে ১৮ হাজার ৩০০ টিকিট। অনলাইনে দর্শকরা টিকিট কিনতে পারবেন।

 

 

 

যাদের ভাগ্যে টিকিট জুটবে না তাদের জন্য ফ্যানজোন করা হবে স্টেডিয়াম এলাকায়। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো হবে। হামজা দেশের মাটিতে খেলবেন। তাই টিকিট নিয়ে যে একটা কাড়াকাড়ি হবে সেটা অনুমেয়। তাই দর্শকদের খেলা দেখার সুবিধার্থে ফ্যানজোনের ব্যবস্থা থাকবে। ম্যাচের ৪৮ ঘন্টা আগে থেকে স্টেডিয়াম ঢেকে যাবে নিরাপত্তার চাদরে। কোনো দোকানপাট খুলতে দেওয়া হবে না ১১ জুনের আগে।