NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি চ্যাপ্টার ২’ মুক্তির পর থেকে বক্স অফিসে ধীরে ধীরে গতি পাচ্ছে। ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করে প্রায় ৭.৭৫ কোটি রুপি। পজিটিভ ওয়ার্ড-অফ-মাউথ বা দর্শকের প্রশংসায় ছবিটি সপ্তাহান্তে আয় বাড়াতে সক্ষম হচ্ছে।

শনিবার ছবিটি আয় করেছে ৯.৭৫ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় প্রায় ২৫% বেশি। রবিবার সেই গতি আরও বাড়ে। দিনশেষে আয় দাঁড়ায় ১২.২৫ কোটি রুপি। তবে চতুর্থ দিন সোমবার কিছুটা পতন হয়েছে। আয় এসেছে ৪.৫৯ কোটি রুপি।

 

সব মিলিয়ে এই চার দিনে মোট আয় দাঁড়িয়েছে ৩৪.০৯ কোটি রুপি।

ছবিতে অক্ষয় কুমারকে দেখা গেছে সাহসী ভারতীয় আইনজীবী সি. শঙ্করন নাইয়ারের চরিত্রে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আদালতে লড়াই করেন। ছবিতে আরও অভিনয় করেছেন আর মাধবন ও অনন্যা পান্ডে।

 

 

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অক্ষয়ের সিনেমাগুলোর মধ্যে ‘কেসারি চ্যাপ্টার ২’ প্রশংসনীয় ‘ট্রেন্ড’ এবং দর্শকসংখ্যার দিক থেকে অন্যতম সেরা। যদিও ‘স্কাই ফোর্স’ ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে, তবে গুণগত দিক থেকে ‘কেসারি ২’-এর অগ্রগতি বেশি প্রশংসিত হচ্ছে।

 

 

 

এ সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। এ ছবিটি ‘কেসারি ২’-কে প্রতিযোগিতার মুখে ফেলবে। তবে বিশেষজ্ঞদের মতে, ‘কেসারি ২’ সপ্তাহ জুড়ে ভালোভাবেই টিকে থাকবে বলে আশা করা হচ্ছে।