NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে লড়বে বাংলাদেশের ‘দাঁড়কাক’


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে লড়বে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বাংলাদেশি তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। এর ইংরেজি নাম রাখা হয়েছে ‘র‍্যাভেন’। ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটি প্রদর্শিত হবে ফ্রান্সের ১০ম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মনট্রিয়লে।

পরিচালক জানান, ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে ‘দাঁড়কাক’ প্রতিযোগিতা করবে জুরি পুরস্কার এবং দর্শক পুরস্কারের জন্য। টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল দুপুর ২টায় প্রদর্শিত হবে ‘দাঁড়কাক’।

 

২৩-২৭ এপ্রিল পর্যন্ত চলমান এই উৎসবটি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এই বছর ১০টি পূর্ণদৈর্ঘ্য এবং ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।

এদিকে কানাডার মন্ট্রিয়লে আগামি ২৪ এপ্রিল থেকে ৪ মে সিনেমা হলে এবং ১-১০ মে অনলাইনে চলবে মনট্রিয়েল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। সেখানে ‘দাঁড়কাক’ ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতায় অংশ নেবে।

খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজে। দাঁড়কাক পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের অস্তিত্ব সংকটের গল্প বলে। অর্থ উপার্জন করে না বলে সে এই সংসারে অপ্রয়োজনীয়তা বোধ করে। তার অজান্তে মেয়ের বিয়ে দিয়ে দেয়ায় সে ক্ষুব্ধ হয়। তোরাব শেখ সিদ্ধান্ত নেয় স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার। সে চলে গেলে তারপরই বাকিরা বুঝতে পারে সংসারে তার অস্তিত্ব কতটা কাঙ্ক্ষিত।

 

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে লড়বে বাংলাদেশের ‘দাঁড়কাক’

প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাইদুল হক। জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খান নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন।

সিনেমাটির প্রসঙ্গে পরিচালক জায়েদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত ব্যক্তিগত অনুভব থেকে নির্মিত চলচ্চিত্র। আমরা আমাদের প্রবীণদের যে অবহেলা করি, তাদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয়, সেটাই ফুটে উঠেছে এই ছবিতে। আমরা প্রত্যেকেই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব- কিন্তু তাই বলে মূল্যহীন হয়ে যাব না। আমরা খুবই আনন্দিত ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আশা করছি সাফল্য আসবে। সবার শুভেচ্ছা কামনা করছি।’

 

পরিচালক নিজেই ছবিটির প্রযোজক; নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন সাইয়েদ শাহজাদা আল-করিম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার এবং হাসিব শাকিল। এটি নির্মিত হয়েছে ‘হোমো রিফ্লেক্টর প্রোডাকশনস’-এর ব্যানারে এবং আন্তর্জাতিকভাবে পরিবেশনার দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভিত্তিক সংস্থা স্ক্রিনস্কোপ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 7PLAMS এন্টারটেইনমেন্ট।

হাসনাত সোহান ছিলেন চিত্রগ্রাহক, খ্যাতনামা সম্পাদক সুজন মাহমুদ সম্পাদনা ও শব্দ পরিকল্পনার দায়িত্বে ছিলেন। মসিউর রহমান ছবির লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করেছেন জায়েদ সিদ্দিকী ও তাসনিম নিসো। প্রধান সহকারী পরিচালক ছিলেন তাসনিম নিসো, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আখলাকুজ্জামান খান ও মল্লিকা রায়। সহকারী শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন দুর্জয় রায় এবং পোশাক তত্ত্বাবধায়ক ছিলেন তানজিনা ইসলাম।

‘দাঁড়কাক’এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশে ৬ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের ১০ম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে। এছাড়াও প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার ১৫তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, কানাডার ১৩তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব টরোন্টো, যুক্তরাষ্ট্রের ১৩তম ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, রাশিয়ার ১৯তম কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক সহ আরও অনেক উৎসবে।