NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

৩-১ এ পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বার্সার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

৩-১ এ পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বার্সার

রোমাঞ্চকর এক ম্যাচ। বিপদে ভেঙে পড়তে নেই, ধৈর্য ধরে ঘুরে দাঁড়তে হয়; সেই পাঠই যেন শেখালো বার্সেলোনা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিগে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো কাতালানরা। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে জিতেছে ৪-৩ ব্যবধানে।

শনিবার বার্সার ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ৩-৩ সমতায়। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা। দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে শীর্ষে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা।

 

ম্যাচের ১২ মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। কিন্তু মাত্র ৩ মিনিট পর গোলরক্ষক ভয়চেক সিজনি সেল্টা ভিগোর একটি ক্রস বুঝতে না পারায় লিড হারায় স্বাগতিকরা। এই সুযোগে স্কোরশিটে নাম লেখান বোরজা ইগলেসিয়াস। এতে ১-১ সমতায় ফেরে সেল্টা ভিগো।

দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করেন ইগলেসিয়াস। এতে স্বাগতিক বার্সার দর্শকরা হতবাক হয়ে যান। দুটি গোলই একই ধরনের, গোলরক্ষককে পরাস্ত করে দৌড়ে গিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

 

এরপর প্রতি-আক্রমণে যায় বার্সা। দানি ওলমো ও রাফিনহা চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ৩-৩ সমতা ফেরান।

সেল্টা ভিগো মূল সময় পর্যন্ত ম্যাচ ধরে রাখলেও ওলমোকে ফাউলের কারণে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সা। ভিএআর চেকের পরও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। রাফিনহা পেনাল্টি থেকে বলটি জালে জড়ান ৯৮ মিনিটে। বল তুলে দেন ওপরের কর্নার দিয়ে। এতে ৪-৩ ব্যবধানে জেতে বার্সা।

৩২ ম্যাচে টেবিলটপার বার্সার পয়েন্ট ৭৩। ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।