NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

তবে কি আটকেই গেলো বিটিএসের বিশ্বভ্রমণ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

তবে কি আটকেই গেলো বিটিএসের বিশ্বভ্রমণ

বিটিএসের সদস্য জিন তার প্রথম একক বিশ্ব সফর ঘোষণা করেছেন। বিগহিট মিউজিকের মাধ্যমে এই ঘোষণা আসে ১৭ এপ্রিল রাত ১২টায়। ‘RUNSEOKJIN_EP TOUR’ শিরোনামের এই ট্যুর ২৮ জুন গোইয়াং থেকে শুরু হয়ে ১০ আগস্ট অ্যামস্টারডামে শেষ হবে।

এই সফরে দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর আমেরিকা ও ইউরোপের নয়টি শহরে মোট ১৮টি শো অনুষ্ঠিত হবার কথা।

 

যদিও ভক্তরা জিনের এই কনসার্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। তবে এটি বিটিএসের পূর্ণাঙ্গ টিমের পুনর্মিলনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেক ভক্ত চিন্তিত হয়ে পড়েছেন একক ট্যুরের জন্য হয়তো বিটিএস ব্যান্ডের ভবিষ্যৎ গ্রুপ অ্যাকটিভিটি দেখা যাবে না। সেইসঙ্গে চলতি বছরে বিটিএস ওয়ার্ল্ড ট্যুর নিয়েও দেখা দিয়েছে সংশয়।

অনেক আর্মি (বিটিএসের ভক্তরা) প্রশ্ন তুলেছেন- তাহলে কি এ বছর ব্যান্ডটির গ্রুপ রিইউনিয়ন এবং বিশ্বভ্রমণ হবে না?

 

এর আগে জল্পনা ছিল চলতি বছরে বিটিএস ফেস্টাতে ১২ বছর পূর্তির উপলক্ষে সব সদস্যরা আবার একসাথে স্টেজে ফিরবেন। কিন্তু এখন ঘোষণা এসেছে জুন ২৮ থেকে আগস্ট ১০ পর্যন্ত জিনের সলো কনসার্টের। এতে করে ওই সময় গ্রুপ ট্যুর হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে হাইবের সিইও লি কিয়ং জুন জানিয়েছেন, বিটিএসের পূর্ণাঙ্গ টিম কার্যক্রম ২০২৬ সালে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিটিএসের সদস্যরা একে একে দেশের নিয়ম মেনে সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এজন্য টিমের কার্যক্রম বন্ধ রয়েছে। সদস্যরা একক ট্যুর নিয়ে বিশ্ব ভ্রমণ করছেন। সম্প্রতি বিটিএস সদস্য জে-হোপ তার প্রথম একক সফর ‘হোপ অন দ্য স্টেজ’ সফলভাবে সম্পন্ন করেছেন। তার সফরটি ছিল এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরকে কেন্দ্র করে।