NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

মুসলিমদের সমর্থন পাবেন না বিজয় থালাপতি, ফতোয়া জারি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

মুসলিমদের সমর্থন পাবেন না বিজয় থালাপতি, ফতোয়া জারি

বেশ ঘটা করেই অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন বিজয় থালাপতি। পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দলের নাম তামিজহাগা ভেট্রি কাজগাম। যার আক্ষরিক অর্থ তামিলনাড়ু ভিক্টর পার্টি। আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থালাপতি।

গেল রমজানে বিশাল এক ইফতার পার্টির আয়োজন করে প্রশংসিত হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে। তবে তাতে ভোটের মাঠে কতোটা ফায়দা হবে সে নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ বিজয়ের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে অল ইন্ডিয়া মুসলিম জামাত।

 

সংগঠনটির প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রজভী বেরেলভী অভিযোগ করেন, বিজয় তার সিনেমাগুলোতে মুসলিমদের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। সেইসঙ্গে তার ইফতার পার্টিতে জুয়া ও মদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন।

মৌলানা রজভী এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘যদিও বিজয় মুসলিমদের সঙ্গে সদ্ভাব বজায় রেখেছেন, কিন্তু তার সিনেমাগুলোতে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখিয়েছেন তিনি। তামিলনাড়ুর সুন্নি মুসলিমরা এতে ক্ষুব্ধ এবং ফতোয়ার আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী বিজয়ের পাশে যেন মুসলিমরা না দাঁড়ায় তার ফতোয়া জারি করেছি। তিনি মুসলিমদের সমর্থন পাবেন না।’

 

এই বিতর্কের মধ্যে বিজয় সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন। বুধবার, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক পিটিশনের শুনানি করে।

শুনানিতে বেঞ্চ জানায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আইনটির প্রভাবে সহিংসতা উদ্বেগজনক। বেঞ্চ ইঙ্গিত দেয়, কিছু গুরুত্বপূর্ণ ধারা স্থগিত করা হতে পারে, যার মধ্যে রয়েছে - ওয়াকফ বোর্ড ও সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিমদের অন্তর্ভুক্তি, কালেক্টরের ক্ষমতা নিয়ে সম্পত্তি-বিতর্ক নিষ্পত্তি এবং আদালতের রায়ে ঘোষিত ওয়াকফ সম্পত্তি ডি-নোটিফাই করা।

বিজয়কে ঘিরে ফতোয়া, ওয়াকফ আইন নিয়ে আইনি বিতর্ক এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ- এই তিনটি বিষয় নিয়ে ভারতজুড়ে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজয় থালাপতি রাজনীতির মাঠে কতোটা সাফল্য পান সেটাই দেখার অপেক্ষায় সবাই।