NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিয়ষক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে না। মাত্র তিন মাস আগে পাবলিক প্রসিকিউটরসহ সম্পূর্ণ সরকারি আইনজীবী অফিস পুনর্গঠন হয়েছে। এ তিন মাসের মধ্যে ৭ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার হয়েছে। ১৬ হাজারেরও বেশি মামলা তালিকাভুক্ত রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিএনপির সঙ্গে বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

আসিফ নজরুল বলেন, আজ অত্যন্ত খোলামেলা ও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে আজ (বুধবার) বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান রহমান উপস্থিত ছিলেন।

 

বিএনপির পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাতজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা বলেন, গত ১৫ বছরে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। এসময় সরকারের পক্ষ থেকে বলা হয়, মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতেও সরকার বিলম্ব করছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি নেতাদের বলেন, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।