NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

আরব আমিরাতের দুবাইয়ে সফলভাবে বাংলানেক্সট জমকালো আয়োজন ‘মাটির টানে রঙের বৈশাখ’ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

আরব আমিরাতের দুবাইয়ে সফলভাবে  বাংলানেক্সট জমকালো আয়োজন  ‘মাটির টানে রঙের বৈশাখ’ অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম আরব আমিরাত প্রতিনিধি:

 

 সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের সাথে সাথে প্রবাসীদের সমৃদ্ধি-প্রবৃদ্ধি, কনটেন্ট ক্রিয়েটরস, ব্যাবসায়ী এবং মিডিয়া প্রফেশনালসদের এর সমন্বয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় সোস্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করা বাংলানেক্সট এর বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জমকালো আয়োজন "মাটির টানে রঙের বৈশাখ"।

গত
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে "সেভেন সিস" পাঁচ তারকা হোটেলে এক অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি আরাব খান , প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আলী আকবর আশা , প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যগণ, আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও গণ্যমান্য গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ৫০০ ও বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে এক বিশেষ জাঁকজমকপূর্ণ জমকালো বৈশাখী আয়োজন অনুষ্ঠিত হয়।


কমিউনিটির পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি আরাব খান , প্রতিষ্ঠাতা সেক্রেটারি মো: আলী আকবর আশা , প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যগণ, আগত শিল্পী ও অতিথি বৃন্দ অংশ গ্রহণ  করেন। ইভেন্টে বৈশাখী খাবার, আন্তর্জাতিক বুফে, লোকনৃত্য ও সংগীত , সম্মাননা প্রদান, সরাসরি আলাপচারিতা, মিডিয়া সংযোগসহ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো এক উৎসবমুখর পরিবেশে অনবদ্য পারফরম্যান্স এবং পরে উপস্থিত গণ্যমান্য সকলের সাথে আলাপ-আলোচনা করেন। কমিউনিটির পক্ষে সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যগণ ও গণ্যমান্য সকলের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি - আরব খান, সহ-সভাপতি - শেখ রায়হান আব্দুল্লাহ, সহ-সভাপতি - বাঁধন আহমেদ, সাধারণ সম্পাদক - মো: আলী একবার আশা, সহ- সাধারণ সম্পাদক - মামুন ইসলাম, কোষাদক্ষ - রাসেল রেজা, সাংগঠনিক সম্পাদক - রাসেল আকন্দ, সি: সহ-সভাপতি ও প্রচার সম্পাদক - মোহাম্মদ শরীফুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক - ফারহানা আফরিন ঐশী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - শুভ চৌধুরী, দপ্তর সম্পাদক - রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক - খাইরুল ইসলাম শাওন।