খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম
নিজ বিভাগ রংপুরে হাসপাতাল করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এমনকি, বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে সারজিস আলম লেখেন, ৩টি ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের’ মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি।
তিনি আরও লেখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কীভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে, সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থাসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি।
‘রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।’