NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউমার্কেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ওয়েব ফিল্ম


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ এএম

নিউমার্কেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ওয়েব ফিল্ম

বর্ণমালা ডেস্ক: মেয়েটির নাম হাওয়া। সহজ-সরল প্রকৃতির মেয়েটির জীবন খুব সাধারণ। ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, ফুল-পাখিদের সঙ্গে একা একা কথা বলতে। নিজের জন্য, পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে একদিন নিউমার্কেটে গিয়েছিল হাওয়া। কিন্তু সে ভুলেও ভাবতে পারেনি, ওই যাওয়াটা তার জীবনে ডেকে আনবে বিপর্যয়। নিউমার্কেটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয় হাওয়া। পাল্টে যায় তার জীবনের গতিপথ। তার সহজ-সরল জীবন হয়ে ওঠে ভীষণ জটিল।

এমন গল্প নিয়ে ওয়েব ফিকশন বানিয়েছেন নির্মাতা রুবেশ আনুশ। নাম ‘নিউমার্কেট’। জুনের শেষ দিকে রাজধানীর নিউমার্কেট, মগবাজার, খিলক্ষেত ও কাওলা এলাকায় ফিকশনটির শুটিং হয়েছে। শুটিং, সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে ‘নিউমার্কেট’ এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল ‘ছায়াছবি’তে মুক্তি পাবে ফিকশনটি। রুবেল আনুশ বলেন, ‘বছর কয়েক আগে নিউমার্কেটে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলম্বনে এর গল্প লেখা হয়েছে। সংগত কারণে চরিত্রের নাম, সময় ও প্রেক্ষাপট বদলে দিয়েছি।’ তবে ঠিক কোন ঘটনা অবলম্বনে ফিকশনটি বানিয়েছেন তিনি, সেটি প্রচারের আগে খোলাসা করতে চাইছেন না নির্মাতা।

‘নিউমার্কেট’ ওয়েব ফিল্মে হাওয়া চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। বরিশালের মেয়ে তটিনী মিডিয়ায় কাজ শুরু করেছেন বছর কয়েক হলো। ২০১৯ সালে এক পরিচিত আপুর মাধ্যমে বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে গিয়েছিলেন। সেখান থেকেই শুরু। এ পর্যন্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তটিনী। অভিনয় করেছেন এনটিভির ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকে। পিপলু আর খানের পরিচালনায় চরকির ‘এই মুহূর্তে’ অ্যান্থোলজি ফিল্মের ‘কল্পনা’ গল্পে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া গত ঈদে প্রচারিত ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘সুহাসিনী’ নাটকে দেখা গেছে তটিনীকে। ‘নিউমার্কেট’ ওয়েব ফিকশনটি তাঁর আরেকটি আলোচিত কাজ হবে বলে আশা অভিনেত্রীর।

তটিনী ছাড়াও এই ফিকশনে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, নাহিয়ান আইয়ান প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।