NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন

হাকিকুল ইসলাম খোকন,  আগামী সোমবার,১৪ এপ্রিল পহেলা বৈশাখ। বাংলাদেশের মতো নিউইয়র্কেও বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজন চলছে। পাশাপাশি  বাংলাদেশিরা বসবাস করেন, এমন স্টেটগুলোতে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ডওয়াইড  উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান হবে  শনিবার, ১২ এপ্রিল টাইম স্কয়ারে আর রবিবার,১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে।
টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষ ১৪৩২-কে বরণ করা হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় আর শেষ হবে রাত ১০টায়। জ্যাকসন হাইটসে অনুষ্ঠান হবে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। ১২ এপ্রিল টাইম স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা হবে বেলা ১২টায়। জ্যাকসন হাইটসে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অনেকেই অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হবেন। বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই বৈশাখের পোশাকও কিনেছেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রথীন্দ্র নাথ রায়, শুভেচ্ছা দূত হিসেবে আছেন নৃত্যশিল্পী লায়লা হাসান ও লুৎফুন্নাহার লতা।
টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষবরণ ১৪৩২-কে সফল করতে এর আহ্বায়কেরা কাজ করছেন। এই আয়োজনের সাথে রয়েছেন বিশ্বজিৎ সাহা। তারা গত বছরও টাইম স্কয়ার ও জ্যাকসন হাইটসে বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিকে ড্রামা সার্কেলের উদ্যোগে বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সন্ধ্যা সাতটায়। এবারের অনুষ্ঠান হবে গুলশান ট্যারেসে। উডসাইডের এই অনুষ্ঠানে থাকবে পান্তা ইলিশ ভোজ। রং-বেরঙের বৈশাখী সাজে সবাইকে অনুষ্ঠান আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
কুইন্স সোশ্যাল এডাল্ট কেয়ার সেন্টার প্রেজেন্টস আনন্দধ্বনি-টিবিএন২৪ বর্ষবরণ ১৪৩২ বাংলার গানের আসর বসছে। ১৩ এপ্রিল রোববার বিকাল পাঁচটায় এই অনুষ্ঠান হবে জ্যামাইকার দ্য ম্যারি লুইস একাডেমিতে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য থাকবে না। এ ছাড়া বাফা, বিপাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউইয়র্কের  উদ্যোগে বর্ষবরণ রিইউনিয়ন ও ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হবে ১৩ এপ্রিল। চৈত্র সংক্রান্তির এই দিনে তারা তাদের সংগঠনের ২৯তম বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের সকল নেতা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংগঠনের প্রেসিডেন্ট ওয়াসিম উদ্দিন ভুইয়া, কনভেনর মোহাম্মদ এস সাদী, মেম্বার সেক্রেটারি সোহেল গাজী ও জেনারেল সেক্রেটারি  রুহুল আমিন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শোটাইম মিউজিকের উদ্যোগে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে বর্ষবরণ। জ্যামাইকার দ্য সেন্ট ম্যারি স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রবেশ করার জন্য কোনো ফি নেই। এই বৈশাখী আয়োজনে প্রবাস ও দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।