NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

২২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামলো বায়ার্নের, দুর্দান্ত জয় ইন্টারের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

২২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামলো বায়ার্নের, দুর্দান্ত জয় ইন্টারের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে ঘরের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজেয় যাত্রা থেমে গেছে বায়ার্নের।

২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্নের বিপক্ষে দুটি ম্যাচেই ২-০ গোলে হেরেছিল ইন্টার। ওই মৌসুমেই ফাইনালে উঠেছিল বায়ার্ন। তবে ২০১০ সালের ফাইনালে বায়ার্নকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার। একই মৌসুমে সিরি আ এবং ইতালিয়ান কাপ জিতে ‘ট্রেবল’ জয় করেছিল তারা। এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।

 

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে বায়ার্ন ছিল চোটজর্জর। জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা হ্যামস্ট্রিং চোটে থাকায় খেলতে পারেননি। ইন্টারও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামে।

চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে ১০ গোল করা বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইন ১৪ মিনিটে ভালো একটা সুযোগ পান। কিন্তু তার দুর্বল হেড ইন্টার গোলরক্ষক ইয়ান জোমার সহজেই ধরে ফেলেন।

 

২৬ মিনিটে কেইনের কাছে আরও বড় সুযোগ আসে। গোলপোস্টের বাঁদিকে একেবারে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হতাশায় কেইন হাঁটু গেড়ে বসে পড়েন এবং মুখ চেপে ধরেন।

অন্যদিকে ৩৮ মিনিটে সুযোগ পেয়ে কোনো ভুল করেননি ইন্টারের তারকা লাওতারো মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কার্লোস অগুস্তোকে বাঁদিকে পাস দেন আর্জেন্টাইন তারকা। অগুস্তো ক্রস করেন মার্কুস থুরামের দিকে। থুরাম হালকা ব্যাক-হিল করে বল ফিরিয়ে দেন লাওতারোর কাছে। এরপর জোরালো শটে বল জালে পাঠান লাওতারো। চ্যাম্পিয়ন্স লিগে এটি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার শেষ চার ম্যাচে ষষ্ঠ গোল। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ পায়। তবে সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের চাপ বাড়াতে থাকে বায়ার্ন। সেই চাপের ফল আসে ৮৮ মিনিটে। কনরাড লাইমার ক্রস করেন বক্সের পেছন দিকে, বল পেয়ে তিন গজ দূর থেকে শট নিয়ে গোল করেন জার্মান মিডফিল্ডার থমাস মুলার।

 

এরপর জয়ের আশায় বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে বায়ার্ন। কিন্তু সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ডিফেন্স ফাঁকা করে বায়ার্নের উপরে উঠে খেলার সুযোগ কাজে লাগায় ইন্টার। অগুস্তোর পাস থেকে বল পেয়ে বায়ার্নের জাল কাঁপান ডেভিডে ফ্রাত্তেসি। এতে স্তব্ধ হয়ে যান বায়ার্নের হাজার হাজার দর্শক।

ম্যাচ শেষ হতাশার সূরে বায়ার্নের মুলার বলেন, আজকের রাতটা খুব একটা সহজ ছিল না, আমরা সেটার প্রত্যাশাও করিনি। যারা সুযোগ কাজে লাগাতে পেরেছে, তারাই জয় পেয়েছে। আমাদেরও বেশ কিছু সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তের কন্টার-অ্যাটাকে ওরা আবার লিড নিয়ে নেয়। তা না হলে ম্যাচটা ১-১ এ শেষ হতো এবং মুলারের গল্পটা অন্যরকম হতো।

 

আগামী বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা অথবা বরুশিয়া ডর্টমুন্ডের।