NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৭ এপ্রিল) সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে একতরফাভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে সামরিক হামলা শুরু করে ইসরায়েল। এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ইসরায়েল। ইসরায়েল আন্তর্জাতিক সমাজের বার বার আহ্বানে কোনো কর্ণপাত না করে বরং গণহত্যার মাত্রা আরও বাড়িয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলা এবং অসহায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধনের উদ্দেশ্যমূলক তৎপরতার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। ইসরায়েল যেন তাৎক্ষণিক সব সামরিক অভিযান বন্ধ করে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তার দায়িত্ব পালনে বাধ্য হয়- সেজন্য বাংলাদেশ সরকার জোরালো দাবি জানাচ্ছে।

 

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা যেন তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালন করে। অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করে সব শত্রুতার অবসান ঘটায়। পাশাপাশি নিরীহ বেসামরিক মানুষের জীবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকারের প্রতি তার শক্তিশালী সমর্থন পুনর্ব্যক্ত করছে। যার মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ব সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার।

মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের ওপর চলমান সহিংসতা ও দুর্ভোগের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

 

আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র