খবর প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৪২ এএম
আর্ন্তজাতিক ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে একটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার (৪ জুন) সৃষ্ট দাবানলে ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির অগ্নি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, প্রবল বাতাসে দাবানলটি দ্রুত গ্রীক রাজধানী উপেক্ষা করে মাউন্ট হাইমেটাসের ঢালে ছড়িয়ে পড়ে। এ সময় এথেন্সের দক্ষিণ শহরতলির ওপর ধোঁয়ার ঘন মেঘ দেখা যায়।
দাবানলের আগুনে একাধিক বাড়ি, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনায় দাউ দাউ করে আগুন জলতে দেখা যায়। খবর রয়টার্স।
বাসিন্দাদের শহরের কেন্দ্র থেকে ২০ কিলোমিটার সরিয়ে নিয়েছে এথেন্স নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ। রাজধানীর নিকটবর্তী ভৌলা এবং গ্লাইফাদা অঞ্চলের কিছু অংশের নাগরিকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
গ্রিসের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘উত্তরের তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শহরের কাছে চলে আসে। আমরা আমাদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।’’
আর্টোপিওস জানান, ৬টি অগ্নিনির্বাপক বিমান এবং ৪টি হেলিকপ্টারের সাহায্যে দাবানলের কেন্দ্রে টন টন পানি ফেলা হচ্ছে। সাত ঘণ্টারও বেশি সময় ধরে ১৩০টি বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গত গ্রীষ্মে সৃষ্ট দাবানলে গ্রিসের বিভিন্ন অংশে প্রায় ৩ লাখ একর বনভূমি এবং গুল্মভূমি পুড়ে গেছে। সে সময় দেশটিতে ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ তাপপ্রবাহ চলছিল। এর আগে ২০১৮ সালে দেশটিতে একটি দাবানলের আগুন এথেন্সের কাছে সমুদ্রতীরবর্তী শহরগুলোতে ছড়িয়ে পড়ে। সে সময় কয়েক ঘণ্টার মধ্যে ১২০জন নিহত হয়।