NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, থানায় জিডি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, থানায় জিডি

বরাবরের মতো এবারের ঈদেও মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা। ঈদের দিন প্রেক্ষাগৃহে এসেছে মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’। এটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহও লক্ষ্য করা গেছে। তবে ‘বরবাদ’ মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে পড়েছে বলে শোনা যাচ্ছে।

‘বরবাদ’ পাইরেসি হয়েছে এমন অভিযোগে রাজধানীরর গুলশান থানায় গিয়েছিলেন সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। তারা জিডিও করেছেন।

 

আজ (১ এপ্রিল) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে থানা একটি জিডি হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিবো।’

নির্মাতা মেহেদি হাসান হৃদয় এ প্রসঙ্গে জানান, ‘বরবাদ’ দেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলছে। তবে ঠিক কোন হল থেকে পাইরেসি হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। নির্মাতা আরও বলেন, ‘আমরা এখন আইনিভাবে ব্যবস্থা নিচ্ছি।’

 

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, থানায় জিডি

মুক্তির দিনই ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে দর্শকদের অনুরোধ জানানো হয়—‘বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন।’এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে। এটি শুধু আইনবিরুদ্ধ নয়, শিল্পের প্রতিও অবজ্ঞা।’

‘বরবাদ’ টিম পাইরেসি ঠেকাতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলছেন, ‘এরই মধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপ আমাদের নজরে এসেছে, যা চলচ্চিত্রের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’

 

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ।