ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শক মহলে দারুণ সারা ফেলেছিল। এবার নির্মিত হয়েছে সেটির সিক্যুয়েল, ‘কেশরি চ্যাপ্টার ২’। সম্প্রতি উন্মুক্ত হয়েছে সিক্যুয়েলটির টিজার। টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে আইনজীবী হিসেবে।
খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম
ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শক মহলে দারুণ সারা ফেলেছিল। এবার নির্মিত হয়েছে সেটির সিক্যুয়েল, ‘কেশরি চ্যাপ্টার ২’। সম্প্রতি উন্মুক্ত হয়েছে সিক্যুয়েলটির টিজার। টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে আইনজীবী হিসেবে।
সিনেমাটির নতুন পোস্টার প্রেক্ষাগৃহে টাঙানো হলে দর্শকরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে।
পোস্টারে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে। পোস্টারে অক্ষয়ের মতো, মাধবনকেও চশমা পরেতে দেখা গেছে। সঙ্গে কাঁচা-পাকা দাড়িতে বেশ অন্য রকম লুকে নজর কেড়েছেন মাধবন। আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছেন অনন্যা।
তবে ‘কেশরি চ্যাপ্টার ২’-এর এই নতুন পোস্টার দেখে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেককে অনন্যার এই নতুন অবতার দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যেমন একজন লেখেন, ‘অনন্যা একজন অভিনেত্রী হিসেবে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।
তবে এই প্রথম নয়, এর আগেও অনন্যা একটি ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে, অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘কেশরি চ্যাপ্টার ২’ আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে।