NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা

লা লিগায় শীর্ষস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। বৃহস্পতিবার নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে তারা এখন শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করেছে। ৩-০ গোলের দাপুটে জয়ে দলটির অপরাজিত থাকার রেকর্ড এখন টানা ১৯ ম্যাচে পৌঁছেছে।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। ১১তম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। আলেহান্দ্রো বালদে’র নিচু ক্রস থেকে ছয় গজ দূর থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলে স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি তিনি।

 

দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা নিয়ন্ত্রণ ধরে রাখে। একাধিক আক্রমণ গড়লেও গোল আসছিল না। তবে ৭৭তম মিনিটে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। কাছ থেকে হেড করে বল জালে জড়ান এই পোলিশ স্ট্রাইকার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে এখনো কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে তারাই একমাত্র দল যারা ২০২৫ সালে এখনো অপরাজিত।

 

২৮ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৬৩ পয়েন্ট, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। লিগে এখনো ১০টি ম্যাচ বাকি, যা শিরোপা লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।