NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ডি ককের অপরাজিত ৯৭, রাজস্থানকে উড়িয়ে দিলো কলকাতা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

ডি ককের অপরাজিত ৯৭, রাজস্থানকে উড়িয়ে দিলো কলকাতা

লক্ষ্য ছিল ছোট, ১৫২ রানের। কুইন্টন ডি ককের হার না মানা ৯৭ রানে সহজেই জয় তুলে নিলো কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটিতে একতরফা ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছে কেকেআর।

ডি কক ৬১ বলে ৮ চার আর ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৯৭ রানে। ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবানসি।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে ইনিংস বড় করতে পারেনি রাজস্থান রয়্যালস। ৯ উইকেটে ১৫১ রানেই আটকে গেলো তাদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাজস্থান। সঞ্জু স্যামসন ১১ বলে ১৩ করে সাজঘরে ফিরলেও পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান তুলে তারা।

 

জশস্বী জয়সওয়াল আর রিয়ান পরাগ মেরে খেলছিলেন। কিন্তু টানা দুই ওভারে দুজন ফিরলে চাপে পড়ে রাজস্থান। রিয়ান ১৫ বলে ২৫ আর জয়সওয়াল ২৪ বলে করেন ২৯ রান।

এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪ বলে ৪) আর নিতিশ রানা (৯ বলে ৮) সুবিধা করতে না পারলে ১১ ওভারে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজস্থান।

হাল ধরার চেষ্টা করেন ধ্রুব জুরেল। কিন্তু তার ২৮ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। আট নম্বরে নেমে সিমরন হেটমায়ারও ৮ বলে ৭ করে ফিরে যান। ফলে পুঁজিটা বড় হয়নি রাজস্থানের।

 

কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি আর বরুন চক্রবর্তী।