NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। জয়-পরাজয় ছাপিয়ে যেখানে বড় হয়ে উঠে মর্যাদা। সেই মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে রীতিমত বিধ্বস্ত হলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ছন্নছাড়া ফুটবল খেলে আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে নাকাল হয়েছে সেলেসাওরা।

আর্জেন্টিনার কাছে এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে এই বড় ধাক্কা সত্ত্বেও, তিনি পরিস্থিতি বদলানোর বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘(হারের) সম্পূর্ণ দায় আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে শ্রেয় ছিল, সবদিক থেকেই শ্রেয়।’ এরপর তিনি দুঃখ প্রকাশ করেন।

ব্রাজিল কোচ মনে করেন, আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি ব্যাখ্যা করা খুব কঠিন এবং জটিল। আমরা এক মুহূর্তের জন্যও আমাদের খেলাটা খেলতে পারিনি। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল।’

 

এমন এক হার ব্রাজিলকে ভীষণভাবে আঘাত করেছে উল্লেখ করেছে দরিভাল জুনিয়র আরও বলেন, ‘এটা স্বাভাবিক। এই ধরনের ফল আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি।’

 

মঙ্গলবারের পরাজয়ের ফলে, ১৪ ম্যাচের পর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২১। অন্যদিকে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে।