NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন

দেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০০০ সালে তিনি ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। সে সময় মডেল হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তাকে দেখা যায় নাটক ও মিউজিক ভিডিওতেও।

একটা সময় লাপাত্তা হয়ে যান মিলা। খোঁজ মিলে তিনি আমেরিকায় থিতু হয়েছেন। ঢাকার আজিমপুরের মেয়ে মিলা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুকরাষ্ট্রে বসবাস করছেন স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে। তবে নিয়ম করে প্রতিবছরই একবার হলেও দেশে আসার চেষ্টা করেন। যখন দেশে আসেন তখন শোবিজে কিছু কাজ করেন।

 

এবারও অংশ নিলেন একটি মিউজিক ভিডিওতে। মারুফ আহমেদের লেখা ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ গানে মডেল হয়েছেন তিনি। গানটির মিউজিক ভিডিওতে মিলা হোসেনের সঙ্গে মডেল হয়েছেন এই প্রজন্মের নায়ক, মডেল সাঞ্জু জন।

গেল ১২ মার্চ রাজধা মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজি ভিডিওটির গল্প ও নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। গানটি গেয়েছেনও বিপ্লব। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল।

 

সেই মিলা হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন সাঞ্জু জন

এই গানে মডেল হওয়া প্রসঙ্গে মিলা হোসেন বলেন, ‘বিপ্লব দাদা এবং কোনালের গাওয়া তোমার চোখে চোখ পরতেই গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। সাঞ্জু জন বেশ চঞ্চল ও পরিশ্রমী। কাজ করে ভালো লেগেছে।’

সাঞ্জু জন বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি মিলা আপুর সঙ্গে কাজ করতে পেরেছি। এ জন্য অবশ্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিপ্লব দাদাকে। কারণ তার আন্তরিকতায় তারই উদ্যোগে একটি চমৎকার কাজ হলো।’

 

শিগগিরই গানটি দেখা যাবে বিপ্লব সাহা ও বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।