NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

পাঠান, অ্যানিমেলকে ছাড়িয়ে গেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

পাঠান, অ্যানিমেলকে ছাড়িয়ে গেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’

ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ মুক্তির পঞ্চম সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছে। চলতি বছরে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা। শুধু তাই নয়, বর্তমানে এর আয় শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’র আয়কেও ছাপিয়ে গেছে।

‘স্যাকনিল্ক’র এর তথ্য অনুযায়ী, ‘ছাবা’ ৩১ দিনে বক্স অফিসে ৮ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে সিনেমার মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি রুপি (হিন্দি- ৫৪৮.৭ কোটি রুপি এবং তেলেগু- ১৩.৯৫ কোটি রুপি)। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘ছাবা’ মুক্তি পেয়েছে।

 

‘ছাবা’ রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। ‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায়। তবে কেবল ‘ছাবা’‘অ্যালিম্যাল’ নয় পাশাপাশি আরও একটি হিট সিনেমার আয়কে টপকে গেছে। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকেও ছাড়িয়ে গেছে। এ সিনেমাটিও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় ছবিটির ঘরোয়া বক্স অফিস কালেকশন হয়েছিল ৫৪৩.০৯ কোটি রুপি।

 

 

‘ছাব’ শিবাজি সাওয়ান্ত নামের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা। লক্ষ্মণ উতেকর পরিচালিত, এ সিনেমায় মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক। নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এ সিনেমায় দিব্যা দত্ত এবং ডায়ানা পেন্টিকেও দেখা যাবে।