NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। শক্তিশালী ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ভেঙে পড়েছে এবং গাড়ি উল্টে গেছে। খবর বিবিসির।

কানসাস অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া সেখানে ধুলোঝড়ের প্রভাবে ৫৫টির বেশি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যে দেড় লাখের বেশি স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মিসিসিপির মধ্যাঞ্চল, পূর্ব লুইসিয়ানা, পশ্চিম টেনেসি আলাবামার বিভিন্ন অংশ এবং আরকানসাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। স্থানীয় সময় শনিবার রাতে আলাবামা অঙ্গরাজ্যজুড়ে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, ওই অঙ্গরাজ্য প্রচণ্ড ঝড় এবং টর্নেডোর কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে।  সেখানে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানি ঘটেছে।

মিসৌরি অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ২৫টি কাউন্টিতে এখন পর্যন্ত ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।

 

এদিকে আরকানসাস অঙ্গরাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট ওই অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

শুক্রবার রাতে টেক্সাসে ধুলোঝড়ের কারণে আনুমানিক ৩৮টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। টেক্সাসের অন্যত্র আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।