NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে ১৩৮৩ বেসামরিক নিহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে ১৩৮৩ বেসামরিক নিহত

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত এক হাজার ৩৮৩ বেসামরিক নিহত হয়েছে, যাদের বেশির ভাগই আলাউইত সম্প্রদায়ের। এক পর্যবেক্ষক সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই বেসামরিকরা ‘নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার’ ফলে নিহত হয়েছেন। গত সপ্তাহে এই সহিংসতা উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা আলাউইত সংখ্যালঘুদের মূল ঘাঁটি এবং যেখানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান।

 

 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি আরো জানায়, সহিংসতা কিছুটা স্তিমিত হলেও মৃতের সংখ্যা বাড়ছে। কারণ এখনো নতুন নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে, যার অনেকগুলো খামার কিংবা বাড়ির ভেতর পাওয়া যাচ্ছে। সর্বশেষ হতাহতের ঘটনা লাতাকিয়া ও তারতুস উপকূলীয় প্রদেশ এবং পার্শ্ববর্তী কেন্দ্রীয় হামা প্রদেশে রেকর্ড করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

সংস্থাটি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্রদের বিরুদ্ধে ‘মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ঘরবাড়ি পোড়ানোর’ অভিযোগ এনেছে, যা ‘কোনো আইনি বাধা ছাড়াই’ সংঘটিত হয়েছে।

গত বৃহস্পতিবার এই সহিংসতা শুরু হয়, যখন আসাদপন্থী বন্দুকধারীরা নতুন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ২৩১ জন সদস্য নিহত হন বলে সরকারি হিসাবে জানানো হয়। তবে অবজারভেটরি বলছে, ২৫০ জন আসাদপন্থী যোদ্ধাও নিহত হয়েছেন।

 


 

এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, তারা ‘সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের’ ঘটনা নথিভুক্ত করেছে, যা ‘ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে সংঘটিত বলে মনে হচ্ছে’।

আসাদকে ক্ষমতাচ্যুত করা সুন্নি ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্ব দেওয়া সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা ‘বেসামরিক রক্তপাতের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার’ অঙ্গীকার করেছেন এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। এই কমিটির মুখপাত্র ইয়াসের আল-ফারহান বলেছেন, সিরিয়া ‘অবৈধ প্রতিশোধের ঘটনা প্রতিরোধ ও দায়মুক্তি নিশ্চিত না করার’ জন্য বদ্ধপরিকর। 

এ ছাড়া সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত সাতজনকে ‘বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ’ সংঘটনের সন্দেহে গ্রেপ্তার করেছে।  

এইচটিএস আগে আল-কায়েদার সিরীয় শাখার অংশ ছিল।

তারা এখনো যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। অন্যদিকে গত ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আলাউইত সম্প্রদায়ের অনেক মানুষ তার কঠোর শাসনের প্রতিশোধ হিসেবে সম্ভাব্য প্রতিহিংসার আতঙ্কে বসবাস করছেন।

 

সূত্র : এএফপি