NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

ইউক্রেনে রুশ হামলায় ৪ সিরীয়সহ নিহত ৮


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

ইউক্রেনে রুশ হামলায় ৪ সিরীয়সহ নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার হামলায় বুধবার মধ্যরাতে মোট আটজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সিরিয়ার নাগরিক। পাশাপাশি একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 

এদিকে দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও বার্বাডোসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে এই হামলা হয়, যখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ও রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় সম্মত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, হামলার সময় জাহাজটিতে আলজেরিয়ায় রপ্তানির জন্য শস্য বোঝাই করা হচ্ছিল।

ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, চারজন নিহত হয়েছেন। তারা সবাই সিরিয়ার নাগরিক। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠর বয়স ১৮, আর সবচেয়ে বয়স্ক ছিলেন ২৪ বছর বয়সী। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন—একজন ইউক্রেনীয় ও একজন সিরীয়।

 

তিনি আরো বলেন, ‘রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার মধ্যে এমন বন্দরগুলোও রয়েছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অন্যদিকে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির নিজ শহর মধ্য ইউক্রেনের ক্রিভি রিহতে ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।  

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে দেশটির বিভিন্ন স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং বিভিন্ন ধরনের ১৩৩টি ড্রোন পাঠায়, যার মধ্যে ইরানি তৈরি শাহেদ ধরনের আক্রমণ ড্রোনও ছিল। বিমান প্রতিরক্ষাব্যবস্থা ৯৮টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

এ ছাড়া রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলের দাবীকৃত প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ হামলায় সেখানে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

 

সূত্র : এএফপি