NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

এখন পর্যন্ত কত আয় করেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

এখন পর্যন্ত কত আয় করেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’

মুক্তির দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটি। জানা গেছে, এরই মধ্যে ৫০০ কোটির ক্লাব অতিক্রম করেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি শুরু থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। ২৩তম দিনে এসে নতুন করে যেন সাফল্যের দেখা পেয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়।

 

‘ছাবা’ ২৩তম দিনে আয় করেছে ১৬.৫ কোটি রুপি। এতেই সিনেমাটি পেরিয়ে গেল ৫০০ কোটির ঘর। সব মিলিয়ে এখন পর্যন্ত ‘ছাবা’ আয় করেছে ৫০৮.৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭০৯ কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১৯.২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে তা ছিল ১৮০.২৫ কোটি রুপি। তৃতীয় সপ্তাহে তা কমে হয় ৮৪.০৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।

 

 

নির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ‘ছাবা’। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ‘ছাবা’ সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’র রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ‘ছাবা’। ‘দঙ্গল’ সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।