NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ মিস করলো অ্যাতলেতিকো


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ মিস করলো অ্যাতলেতিকো

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ লা লিগায় এতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কি না সন্দেহ। তিন শীর্ষ দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। ৫৭ পয়েন্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। ৫৬ পয়েন্ট অ্যাতলেতিকো মাদ্রিদের।

তবে, অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য দুর্ভাগ্য। রোববার রাতে তারা সুযোগ পেয়েছিলো বার্সেলোনাকে পেছনে ফেলার; কিন্তু জিরোনার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। এই হারের ফলে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগটা হারিয়ে ফেললো তারা।

 

গত সপ্তাহের মাঝপথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো অ্যাতলেতিকো। ওই ম্যাচেও রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিলো তারা। অর্থ্যাৎ এ নিয়ে টানা ২ ম্যাচ হারতে হলো আলভারেজ-গ্রিজম্যানদের।

অ্যাতলেতিকোর হারের ফলেই বোঝা যাচ্ছে, ম্যাচটিতে কঠিন লড়াই হয়েছে। আক্ষরিক অর্থেই হয়েছে। প্রথমার্ধে তো বটেই, দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যন্ত কেউ কোনো গোলই করতে পারছিলো না। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ। জিরোনার এক ডিফেন্ডার হ্যান্ডবল করেছিল কি না, লম্বা সময় ধরে ভিএআর রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

 

৮৮তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যানজেল কোরেয়া। তখনই জিরোনাকে সমতায় ফেরান মাউরো আরামবারি। ইনজুরি সময়ে এসে (৯০+২ মিনিটে) অ্যাতলেতিকোকে স্তব্দ করে দিয়ে দ্বিতীয় গোল করে বসেন আরামবারি। ২-১ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে আর সমতায় ফেরারও সুযোগ পায়নি তারা। ফলে পরাজয় মেনেই মাঠ ছাড়তে হলো অ্যাতলেতিকোকে।