NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা

কঙ্গনা রানাউত নিজেই নিজেকে বলিউডের ‘কুইন’ খেতাব দিয়েছেন। মুম্বাইয়ে এসে হিমাচলের এ কন্যা একার দাপটে নিজের সিংহাসন তৈরি করেছেন। স্পষ্টভাষীয় হওয়ার কারণে কঙ্গনা অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। কিন্তু দমে থাকেননি এ নায়িকা। রাজনীতিতে নতুন ইনিংস শুরু করে তিনি বুঝিয়ে দিয়েছেন, পর্দার বাইরেও তিনি সেরা।

এবারের নারী দিবসে আলোচিত-সমালোচিত এ নায়িকা বার্তা দিয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজে থেকে নারীদের নিজের মতো করে পায়ের তলার মাটি শক্ত করার মন্ত্র দিলেন কঙ্গনা।

 

আজ (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় যখন নারীদের জন্য শুভেচ্ছা বার্তার ঝড় বইছে, তখন সেই আবহেই কঙ্গনা বললেন, ‘নারী তুমি দেবী, একাই যথেষ্ট।’ সাংসদ-অভিনেত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি সবাইকে নারীকে বলতে চাই, কারো নির্দেশে বা কারো পরামর্শে পুরুষদের জুতায় তোমাদের পা গলানোর দরকার নেই। কিংবা অন্য নারীর সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন নেই। বাকি সবার মতো হওয়ারও দরকার নেই। তোমার অন্দরেই এক শক্তি বিরাজমান, যা তোমাকে নিজেকে আবিষ্কার করার জন্য এবং উন্মোচন করার জন্য অপেক্ষা করছে। শুধু সেই শক্তির উপর মনোযোগ দাও। আরও দয়ালু হও। কৌতূহলী হও। নিজেকে আরও বেশি করে প্রকাশ করো এবং একজন নারীর মতোই থাকো। মনে রেখো যে এই পৃথিবীর প্রত্যেকেই একজন নারীর ভালোবাসা এবং করুণা পেতে চায়।’

পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা

 

সেই পোস্টেই কঙ্গনা আরও লেখেন, ‘আরও বেশি করে ভালোবাসো, আরও বেশি দাও এবং কেবল একজন নারীর মতো হও। তুমি একজন দেবী, প্রত্যেকেরই তোমার প্রয়োজন, এবং তুমিই যথেষ্ট। তুমিই সবকিছু।’ নারী দিবস উপলক্ষে কঙ্গনার এই বার্তা অনেকের কাছেই যে অনুপ্রেরণা, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

অনেকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডে নারী সম্মান নিয়ে প্রশ্ন করা হয়েছিল কঙ্গনাকে। সেখানেই তিনি অক্ষয়ের এক সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে স্পষ্ট জানান যে, ‘সিং ইজ ব্লিং সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়। আমি সোজা না করেছিলাম। অক্ষয় জিজ্ঞেস করেছিলেন- আমার সঙ্গে কি তোমার কোনো সমস্যা রয়েছে? উত্তরে আমি অক্ষয়কে বলেছিলাম, আপনার বোঝা উচিত। আপনারও একটি কন্যাসন্তান রয়েছে। নারীদের সম্মানের জন্য লড়ছি আমরা।’ এই সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, ‘সিং ইজ ব্লিং’ ছবিতে খুবই অসম্মানজনক এক চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল কঙ্গনাকে।