NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

রোহিতের ব্যাটিংয়ের ধরন পছন্দ হচ্ছে না গাভাস্কারের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

রোহিতের ব্যাটিংয়ের ধরন পছন্দ হচ্ছে না গাভাস্কারের

ভক্ত-সমর্থকদের কেউ কেউ রোহিত শর্মাকে বলে থাকেন ‘হিটম্যান’। মানে, উইকেটে আসলেই ভারতীয় দলের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্রতিপক্ষ দলের বোলারদের চড়াও হওয়ার চেষ্টা করেন, বড় শট হাঁকানোর প্রতিই মনোযোগ রাখেন। ভারতকে উড়্ন্ত সূচনা এনে দেওয়াই যেন তার একমাত্র লক্ষ্য।

বেশি আক্রমণাত্মক হয়ে খেলার কারণে উইকেটে টিকতে পারেন না রোহিত। বেশিরভাগ সময় পাওয়ার প্লের আগেই আউট হয়ে যান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটার রোহিতের এই আচরণ প্রত্যক্ষ করেছে ক্রিকেটবিশ্ব।

 

রোহিতের এমন খেলার ধরন পছন্দ হচ্ছে না ভারতীয় দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের। বর্তমান কোচ গৌতম গম্ভীরের মতের বিপক্ষে গিয়ে রোহিতের মৃদু সমালোচনা করেছেন তিনি।

গাভাস্কার চান, রোহিত আরও ধরে খেলুক। পাওয়ার প্লে নয়, বরং ইনিংসের ২৫-৩০ ওভার পর্যন্ত তার উইকেটে টিকে থাকা উচিত। সেটি হলে দলকে সঠিক পথে নিয়ে ম্যাচ বের করতে আনতে পারবেন তিনি। স্কোরও বেশ বড় করা সম্ভব হবে।

 

গাভাস্কার ‘ইন্ডিয়া টুডে’কে বলেন, ‘এটি একটি পদ্ধতি, যা সে গত দুই বছর ধরে অনুসরণ করছে। ভারত বিশ্বকাপের সময় থেকে শুরু হয়েছিল এবং এখনো একই কৌশলে অটল রয়েছে। কিছুটা সফলও হয়েছে, যদিও তার প্রতিভার তুলনায় সাফল্য ততটা আসেনি। সে অবিশ্বাস্য প্রতিভাবান খেলোয়াড়। খুব কম খেলোয়াড়ই আছেন, যাদের (রোহিতের মতো) শটের বৈচিত্র্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নান্দনিক দৃষ্টিকোণ থেকে, দর্শকদের আনন্দ দেওয়ার দৃষ্টিকোণ থেকে বলছি, দলীয় কৌশলের কথা বলছি না। যদি সে (রোহিত) ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারতের স্কোর (ওই মুহূর্তে) ১৮০-২০০ রানের মধ্যে থাকবে। কল্পনা করুন, তখন পর্যন্ত যদি দুই-একটি উইকেট হারায়, তাহলে ভাবুন তারা কী করতে পারবে—তারা ৩৫০ বা তার বেশি রান তুলতে পারে।’

সর্বশেষ ৫ ওয়ানডেতে ফিফটি নেই রোহিতের। সর্বোচ্চ ৪১। তাই গাভাস্কার বলছেন, রোহিত যেন ২৫-৩০ রান নিয়েই খুশি না থাকেন। উইকেটে সেট হওয়ার পর যেন স্কোর বড় করেন। দলের জন্য এটি অনেক বেশি উপকারী হবে।

 

গাভাস্কার বলেন, ‘তাকে (রোহিত) এটি নিয়ে একটু চিন্তা করতে হবে। আগ্রাসীভাবে খেলতে নামা এক বিষয়, কিন্তু কোথাও একটু বিচক্ষণতা থাকা দরকার। যাতে সে নিজেকে ২৫-৩০ ওভার ব্যাট করার সুযোগ দিতে পারে। যদি সে তা করতে পারে, তাহলে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারবে।’

‘আমি মনে করি, একজন ব্যাটসম্যান হিসেবে তুমি কি ২৫-৩০ রান করে খুশি থাকবে? থাকা উচিত নয়! তাই আমি তাকে এটিই বলবো: যদি তুমি ৭, ৮ বা ৯ ওভার ব্যাট করার বদলে ২৫ ওভার ব্যাট করো, তাহলে দলে তোমার অবদান আরও বেশি হবে’-যোগ করেন গাভাস্কার।

 

আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।