NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে

পারফরমেন্সে তেমন কোনো উন্নতি না ঘটলেও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে। বিসিবি পরিচালক পর্ষদের আজ সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তবে মাসিক বেতন কতটা বেড়েছে, নতুন বছরে কতজন ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে না কমেছে; এসব খোলাসা করেননি ফাহিম।

ফাহিম বলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।

 

ফাহিম যোগ করেন, এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে মানে এ বছর পর্যন্ত বিসিবির বেতন কাঠামো ছিল সাদা বল আর লাল বলে। এখন সেটা আবার পুরোনো কাঠামোয় ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেতন হবে এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে।

 

তবে জানা গেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে অন্য ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু টেস্ট স্পেশালিস্টদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ ও লাভবান করার সিদ্ধান্ত হয়েছে।

অর্থাৎ কেউ শুধুমাত্র এক ফরম্যাটের টেস্ট খেলেও এ ক্যাটাগরিতে বেতন পেতে পারেন।