NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের

চ্যাম্পিয়নস ট্রফিতে দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজ রোববারের ম্যাচে যে দল জিতবে তারাই হবে এ-গ্রুপের চ্যাম্পিয়ন। সেই লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৯ রানের পুঁজি গড়েছে ভারত। অর্থাৎ গ্রুপসেরা হয়ে সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আড়াইশো রানের মধ্যে আটকাতে বড় অবদান নিউজিল্যান্ডের ডানহাতি পেসান ম্যাট হেনরির। ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামিকে মিডউইকেটে গ্লেন ফিলিপসের হাতের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেছেন তিনি। ৫ উইকেট শিকারে কিউই পেসার খরচা করেছেন ৪২ রান।

 

৩০ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেছেন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শামির সঙ্গে ছোট ছোট জুটি করে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

অক্ষর প্যাটেল ৪২, রাহুল ২৩, জাদেজা ১৬ ও রোহিত শর্মা ১৩ রান করেছেন। এদিন ১৫৪টি ডট বল খেলেছেন ভারতের ব্যাটাররা।

 

হেনরি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, উইল ও'রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

যে দল জিতবে, সেমিতে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর যারা হারবে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।