NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বিদায় প্রায় নিশ্চিত আফগানিস্তানের, সেমিতে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

বিদায় প্রায় নিশ্চিত আফগানিস্তানের, সেমিতে অস্ট্রেলিয়া

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে অসিদের।

দুই ম্যাচে পয়েন্ট হারালেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা নিয়েছে স্টিভ স্মিথের দল।

 

তবে বিপদে পড়েছে আফগানিস্তান। তারা প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে। বি-গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারালে বিদায় হয়ে যাবে আফগানদের, গ্রুপসেরা হয়ে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর যদি ৩০১ রান তাড়া করে কমপক্ষে ২০৭ রানে ইংলিশদের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, তাহলে সেমিতে যাবে আফগানিস্তান। যা বাস্তবিক অর্থে অসম্ভবই বটে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির শুরুর আগ পর্যন্ত ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর আর খেলাই শুরু করা যায়নি।

 

অপরাজিত থাকেন দুই ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রানে অলআউট হওয়া আফগানিস্তানের ইনিংসের শুরুটা মোটেও সুখকর ছিল না। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (৫ বলে ০) হারায় আফগানরা। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৩।

দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি করেন দুই ব্যাটার ইব্রাহিম জাদরান ও সিকিকুল্লাহ। ২৮ বলে ২২ রান করে বিদায় নিতে হয় ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা জাদরানকে। পরবর্তী ব্যাটার রহমত শাহও ভালো করতে পারেননি। ২১ বলে ১২ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

 

সিদিকুল্লাহ খেলেন ৮৫ রানের (৯৫ বল থেকে ৬ চার ৩ ছক্কায়) প্রশংসনীয় ইনিংস। তার আউটের পর অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি (৪৯ বলে ২০) ও মোহাম্মদ নবিও (১ বলে ১ রান করে রানআউট) দ্রুত বিদায় নেন। ১৯৯ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান।

শেষ দিকে দাপুটে ব্যাটিং করে আফগানিস্তানকে লড়াই করার মতো পুঁজি গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন আজমতউল্লাহ। অষ্টম উইকেটে রশিদ খানের সঙ্গে ৩৬ রানের, নবম উইকেটে নুর আহমেদের সঙ্গে ৩৭ রানের জুটি করেন তিনি।

শেষ ওভারে বেন ওয়ারসুইসকে দুটি ছক্কা হাকিয়ে ৬৩ বলে ৬৭ রানে থামেন আজমতউল্লাহ। ১ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।

 

অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন ওয়ারসুইস, ২টি করে উইকেট শিকার করেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা। আফগানিস্তানের হয়ে ১ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।