NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

পিএসএলের চূড়ান্ত সূচি প্রকাশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

পিএসএলের চূড়ান্ত সূচি প্রকাশ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। ৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির দশম আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

৩৪ ম্যাচের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে- রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোর। প্লে-অফের একটি ম্যাচ রাওয়ালপিন্ডি (১৩ মে) এবং বাকি দুটি (১৪ ও ১৬ মে) ও ফাইনাল (১৮ মে) অনুষ্ঠিত হবে লাহোরে।

 

সবচেয়ে বেশি, ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে ১১টি, করাচি এবং মুলতানে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা আনন্দের সাথে এইচবিএল পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক ১০ম আসরের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। গত এক দশকে এইচবিএল পিএসএল বিশ্বব্যাপী স্বীকৃত একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের সেরা ক্রিকেট প্রতিভার প্রদর্শনী হয়।’

 

এবারের আসরে একটি প্রদর্শনী ম্যাচও থাকবে, যা টুর্নামেন্ট শুরুর আগে পেশোয়ারে অনুষ্ঠিত হবে। যদিও এই ম্যাচের দল এখনো চূড়ান্ত করা হয়নি, তবে মূল আসর শুরুর তিনদিন আগে অর্থাৎ ৮ এপ্রিল এটি অনুষ্ঠিত হবে।

এ বছর থেকে পিএসএল এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে, যা আইপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক। মূলত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সূচি পিছিয়ে দেওয়া হয়েছে (সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে)। তবে আগামী বছর থেকে আইএলটি২০ ও এসএ২০ লিগের সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতে পিএসএলের সময় আরও পেছানো হবে বলে জানা গেছে।

৬ দলের অংশগ্রহণে এবারই শেষ পিএসএল হবে। পরের বছর থেকে দুটি দল নতুন করে টুর্নামেন্টে যোগ দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির মধ্যকার নতুন চুক্তির আওতায় এ সিদ্ধান্ত হয়েছে। যদিও নতুন দুটি দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

 

পিএসএলের সঙ্গে বিদ্যমান ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছর। বর্তমান ৬ দলের মালিকদের আগামীতেও দল ধরে রাখার সুযোগ থাকবে। যদি কোনো মালিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা ধরে রাখার জন্য আর্থিক কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তাহলে দলের মালিকানা বিক্রি করতে পারবেন।