NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

সুপারহিট বার্বি স্টাইলে আসছে সুপারম্যান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ এএম

সুপারহিট বার্বি স্টাইলে আসছে সুপারম্যান

নতুন গল্প নিয়ে আগামী জুলাইয়ে পর্দায় ফিরছেন সুপারহিরো সুপারম্যান। ওয়ার্নার ব্রস. ছবিটি নির্মাণ করিয়েছে জেমস গানকে দিয়ে। আসন্ন সুপারম্যান ছবির জন্য বিশ্বজুড়ে প্রচারণা চালাতে বিশাল প্রস্তুতি নেয়া হয়েছে। গ্রেটা গেরউইগের ‘বার্বি’ ছবির বিপণন কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে সেই প্রস্তুতির পরিকল্পনা করা হয়েছে বলে হলিউড রিপোর্টার জানিয়েছে।

তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বার্বি’ ছবিটি বিশ্বব্যাপী ১.৪৪ বিলিয়ন ডলার আয় করেছে। যে কোনো সিনেমার জন্য এটি একটি স্বপ্ন এবং প্রত্যাশিত লক্ষ। সেই পথে হাঁটতে চায় ওয়ার্নার ব্রস.। তারা ‘সুপারম্যান’-কে সফল দেখতে অপেক্ষা করছে। সেজন্য স্টুডিওটি একটি বিস্তৃত ক্রস-প্ল্যাটফর্ম প্রচারণা পরিচালনা করতে চাইছে। একইভাবে বার্বিও তার প্রচারণা চালিয়েছিল।

ছবির নির্মাণ দলের সদস্য জোশ গোলডস্টাইনের পদত্যাগের পর ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান এবং পিটার সাফরান ছবিটি বিপণনের দায়িত্বে নিয়েছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে, খাবার চ্যানেল থেকে শুরু করে নানা রকম জনপ্রিয় শোগুলোকে টার্গেট করা হচ্ছে প্রচারণার জন্য। সেখানে অংশ নেবে ‘সুপারম্যান’ ছবির টিম। চালানো হবে ছবির টিজার-ট্রেলার।

 

নির্মাতারা ছবিটির বিপণন প্রচারণার জন্য একটি শক্তিশালী দলও গঠন করেছেন। ডিসি স্টুডিওসের প্রধানরা এই দলটির উপর আস্থা প্রকাশ করেছেন। তাদেরকে স্বাধীনভাবে কৌশল সাজিয়ে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে।

ওয়ার্নার ব্রস. এর সিইও ডেভিড জাসলাভ মনে করছেন এই টিম সফল হবে। কারণ এর আগে তারা ‘বার্বি’র সাফল্যের জন্য কাজ করেছেন। তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। দলটি ‘কং’, ‘বিটলজুস’, ‘ওঙ্কা’ ছবির সফল বিপণনের সঙ্গেও যুক্ত ছিল। তারাই এখন ‘সুপারম্যান’ ছবির বিপণন ও প্রচারণাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

‘সুপারম্যান’ ছবির ট্রেলারটি এ বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল। সেটি ইতোমধ্যেই ২৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা বিশাল সাফল্যের হাতছানি দিচ্ছে বলেই মনে করছেন হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা।