NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০১:০১ পিএম

নিউইয়র্কে  ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানকে সু-স্বাগত জানিয়ে মাসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নিউইয়র্কে ব্রঙ্কস ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত সভায় রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক নিরাপত্তা, শারীরিক, মানসিক প্রস্তুতিসহ নির্বিঘ্নে ইবাদত-বন্দেগীর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সংগঠনের আহ্বায়ক এ ইসলাম মামুন এবং নিউইয়র্ক পুলিশের সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানের পরিচালনায় সভ্ঢ স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড ৯’-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। সভায় কুরআন ও হাদিসের আলোকে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোকপাত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পিআইসির ইমাম ও খতীব মাওলানা উবায়দুল হক। রমজানে শারীরিক, মানসিকসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন তারা।

আলোচকরা বলেন, ‘রমজান মুসলমানের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। রমজানের প্রতিটি রাতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ব্যয় করার পরামর্শ দেন তারা। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধর্মীয় ভাবধারায় মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে।’

নতুন প্রজন্মকে মসজিদমুখি করার কথাও বলেন তারা। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জালাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব এমডি আলাউদ্দিন, প্রধান সমন্বয়কারী জাকির চৌধুরী, আহাদ আলী, এক্সিট রিয়েলিটির সাইদুর রহমান লিংকন, সালেহ উদ্দিন সাল, বেলাল উদ্দীন, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, অফিসার আলী ও শেখ মঈন, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল চৌধুরী, মোতাসিম বিল্লাহ তুষার, আব্দুল খালেক, ইকবাল আহমেদ, ইমরান, নূরে আলম জিকু।

সভায় রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকুল রাখতে মসজিদগুলোতে পুলিশি নিরাপত্তাসহ বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয়। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক আলোচনায় অংশ নেন এনওয়াইপিডির কর্মকর্তারা। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানান হয়, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট রমজান মাসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ নজর রাখবে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।