NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই


খবর ডেস্ক//   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৮ এএম

>
চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই

সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটির বরফ গলেছে আপাতত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কড়া হুঁশিয়ারির পর মৌখিকভাবে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানান এই অলরাউন্ডার। তাতে মন গলেনি বিসিবির। লিখিত চেয়েছিল ক্রিকেট বোর্ড। পরে সে পথে হেঁটে চুক্তি বাতিল করে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন সাকিব।

সাকিবের চিঠি পাওয়ার খবর নিশ্চিত করে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ও (সাকিব) আমাদেরকে চিঠি দিয়েছে। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার চিঠি আমাদের দিয়েছে।’

সাকিবের চিঠি পেয়ে ক্রিকেটে বোর্ডে স্বস্তির বাতাস। তবে বোর্ডকে কিছু না জানিয়ে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নিয়ম ভাঙার অপরাধে সাজা হবে না সাকিবের? 

প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘অভিযোগের ব্যাপারটা তো পরে আসবে। আমরা তাকে একটা চিঠি দিয়েছিলাম চুক্তি বাতিল করার জন্য। এখন সে সেটা করে আমাদের জানিয়েছে এবং চিঠি দিয়েছে।’

ক্রিকেটসহ সবধরনের খেলার সংবাদ প্রকাশ করে ‘বেটউইনার’ নিউজ ডটকম। নতুন ক্রীড়াভিত্তিক এই নিউজ সাইটের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন সাকিব। কোনো ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা খারাপ কিছু নয়। তবে বিপত্তি হচ্ছে, বেটউইনার নিউজ বেটউইনার ডট কমের অঙ্গ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি মাধ্যম। যা ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড।

অবশেষে বোর্ডের হুঁশিয়ারিতে চুক্তি বাতিল করায় এশিয়া কাপের দলে সাকিব থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকি তার কাঁধেই উঠতে পারে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।