NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বিয়ের ওয়েবসাইটে ভুয়া পরিচয়ে নিবন্ধন, ১৫ পাত্রীকে ধর্ষণ


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩২ এএম

বিয়ের ওয়েবসাইটে ভুয়া পরিচয়ে নিবন্ধন, ১৫ পাত্রীকে ধর্ষণ

পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে নিজেকে ভারতের দিল্লি পুলিশের কর্মকর্তা হিসাবে নিবন্ধন করেন। পরে একের পর এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে ১৫ জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক হিমাংশু যোগেশভাই পাঞ্চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

হিমাংশু যোগেশভাই পাঞ্চাল অহমেদাবাদের বাসিন্দা। পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে ভুয়া প্রোফাইল খোলেন তিনি। সেখানে নিজেকে দিল্লি পুলিশের তর্মকর্তা বলে পরিচয় দেন। সেখান থেকে বেশ কয়েকজন নারীর সঙ্গে আলাপ হয় তার।

তাদের বিশ্বাস অর্জন করেন। সেই সব নারীদের সঙ্গে একেক সময়ে দেখা করতেন। তাদের নানা রকম উপহার দিতেন। রেস্তোরাঁয় নিয়ে যেতেন।
এভাবেই সেই সব নারীদের বিশ্বাস অর্জন করতেন।

 

পুলিশ জানিয়েছে, নারীদের বিশ্বাস অর্জন করার পর তাদের বিয়ের প্রতিশ্রুতিও দিতেন। আর তার সেই ফাঁদে পা দেওয়া শুরু করেন নারীরা। এভাবে গত আড়াই বছর ধরে ১৫ জন নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, নানা অছিলায় ওই নারীদের কাছ থেকে টাকা নিতেন।

এভাবে কয়েক লাখ টাকা হাতানোরও অভিযোগ উঠেছে পাঞ্চালের বিরুদ্ধে। 

 


 

বিষয়টি প্রকাশ্যে আসে মুম্বইয়ের ভাসাই রোডের এক নারীর অভিযোগের ভিত্তিতে। ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নারী একা নন, এভাবে আরো নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র : আনন্দবাজার।