NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

জাপানে বিদেশি পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

জাপানে বিদেশি পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড

জাপানে গত জানুয়ারি মাসে বিদেশি পর্যটকের সংখ্যা এক বছর আগের তুলনায় ৪০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ওই মাসে রেকর্ড ৩৭ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ১০ লাখ বেশি।

বিশেষ করে, জানুয়ারিতে জাপান ভ্রমণকারী চীনা পর্যটকের সংখ্যা একলাফে ১৩৬ শতাংশ বেড়ে ৯ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে, যা ২০১৯ সালের জুলাইয়ের ১০ লাখ ৫০ হাজারের রেকর্ডের কাছাকাছি। চন্দ্র নববর্ষের ছুটির কারণে চীনা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

জানা যায়, টোকিওর গিনজা সিক্স ডিপার্টমেন্ট স্টোরে চীনা প্রসাধনী ব্র্যান্ড হুয়া শি জি (ফ্লোরাসিস)-এর প্রথম আন্তর্জাতিক শোরুম উদ্বোধনের পর সেখানে পর্যটকদের ভিড় বেড়েছে। পাশাপাশি, শিবুয়া স্কাই পর্যবেক্ষণ ডেকও চীনা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও রেডনোটে শিবুয়া স্কাই থেকে সূর্যাস্তের দৃশ্য ভাইরাল হওয়ায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

 

এ বছর জানুয়ারিতে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকের সংখ্যাও নতুন রেকর্ড গড়েছে। হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকেও বিপুলসংখ্যক পর্যটক পৌঁছেছেন জাপানে।

টোকিওর উত্তরে তোচিগি জেলার কিনুগাওয়া গ্র্যান্ড হোটেল ইউমে নো টোকিতে ৬০ থেকে ৭০ শতাংশ অতিথিই ছিলেন তাইওয়ান ও হংকংয়ের পর্যটকেরা। আগে পশ্চিমা পর্যটকরা এই অঞ্চলে রাতে অবস্থান করতেন না, তবে রিটজ-কার্লটন হোটেল চালুর পর পরিস্থিতি বদলেছে।

 

জাপানের বিখ্যাত ‘জাপাউ’ পাউডার স্নোও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ৩৮ দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়া থেকে ৩৫ দশমিক ৩ শতাংশ এবং সিঙ্গাপুর থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ৩৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে হোক্কাইডো, নিইগাতা ও নাগানো অঞ্চলে পর্যটকদের ভিড় বেশি দেখা গেছে।