NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

এমবাপের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম

এমবাপের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল

ম্যানসিটির মাঠ থেকেই ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছিলো রিয়াল মাদ্রিদ। বুধবার ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফের ফিরতি লেগের ম্যাচ। তার আগেই ম্যনসিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ১ ভাগ সম্ভাবনা নিয়ে বার্নব্যুতে যাচ্ছেন তিনি।

তার ধারণাই সঠিক প্রমাণিত হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি। এমবাপের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করলো লজ ব্লাঙ্কোজরা।

 

শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও নির্ভর করছে শুক্রবারের ড্র’এর ওপর। তবে, রেকর্ড ১৬তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন রিয়ালের সামনে।

অন্যদিকে কোচিং ক্যারিয়ারে সর্বনিম্ন অবস্থায় রয়েছেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তার অধীন কোনো ক্লাব শেষ ষোলোয় ওঠার আগে বিদায় নেয়নি। এই প্রথম নিলো।

 

হ্যাটট্রিক করার পর কিলিয়ান এমবাপে বলেন, ‘এটা ছিল একটি নিখুঁত রাত। এটা একমাত্র সত্যি যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় উঠেছে। আমরা সব সময়ই ঘরের মাঠে শক্তিশালি এবং এটা খুব ভালো লাগার বিষয় যে, আমরা সমর্থকদের আনন্দ উপহার দিতে পেরেছি।’

ম্যাচের প্রথমার্ধে তো রিয়াল মাদ্রিদের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি। কারণ, প্রথমার্ধে রিয়ালের গোলমুখে একটি শটও নিতে পারেনি তারা। গত বছর যে ম্যানসিটিকে দেখা গিয়েছিলো, এবারের ম্যানসিটি যেন তারা ছায়া। তবে, এমন পরিস্থিতি হওয়ার কারণও ছিল। আরলিং হালান্ড খেলতে পারেননি ইনজুরির কারণে। ফলে তাদের আক্রমণের ধার এমনিতেই কমে গিয়েছিলো।

৪র্থ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপে। রুবেন ডিয়াজের হেড নিতে ব্যর্থ হলে বল চলে যায় এমবাপের কাছে। এডারসনের মাথার ওপর দিয়ে দারুণ এক লবে বল জড়িয়ে দেন সিটির জালে।

 

৩৩ মিনিটে আবারও গোল করলেন এমবাপে। জসকো জিভার্ডিওলকে দারুণ এক কাটব্যাকে পরাস্ত করে খুব কাছ থেকে নেয়া শটে সিটির জালে বল জড়ান এমবাপে।

এরপরও সিটির ওপর চাপ ধরে রাখে রিয়াল এবং একের পর এক সুযোগ মিস করতে থাকে। অবশেষে ৬১তম মিনিটে আবারও গোল। এবার হাটট্রিক পূরণ করেন এমবাপে। বাম পায়ের দুর্দান্ত এক শট তিনি জড়িয়ে দেন সিটির জালে।

 

ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০+২ মিনিটে একটি স্বান্তনাসূচক গোল করেন ম্যানসিটির নিকো গঞ্জালেজ। ম্যাচ শেষ হলো ৩-১ ব্যবধানে।