NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৭ এএম

জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রানে জিতে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা। ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩২ ওভার দুই বলে ১৫১ রানে অলআউট হয় স্বাগতিকরা। এর আগে টানা দুই ম্যাচে হেরে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। 

বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে ৫১ বলে ৪১ রানের জুটি গড়েন তামিম ইকবাল-এনামুল হক বিজয়। ৩০ বলে ১৯ রান থামেন তামিম।  এরপর শূন্য রানে ফেরেন নাজমুল শান্ত। মুশফিকুর রহিমও ডাক মেরেছেন।

বিপদে বাংলাদেশের হাল ধরেন বিজয়। ৪৮ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে পূর্ণ করেন অর্ধশতক। মাহমুদউল্লাহর সঙ্গে ৯০ বলে ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান তিনি। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা বিজয় শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি।

 

বিজয়ের ৭৬ রানে বিদায়ের পর রিয়াদের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নেন আফিফ। তবে ধীর গতির ব্যাটিংয়ে ৬৯ বলে ৩৯ রান করে আউট হন রিয়াদ। এরপর মিরাজ ২৪ বলে ১৪ রান করে আউট হন। পরে বলার মতো আর কেউ রান তুলতে পারেননি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রানে থামে টাইগাররা। তবে শেষপর্যন্ত আফিফ ৮১ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের দেওয়া ২৫৬ রানের জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে। প্রথম ওভারেই ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানোকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পরের ওভারে আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (১) বোল্ড হয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজের বলে।

এরপর ষষ্ঠ ওভারে ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়া এবাদত জোড়া আঘাত হানে জিম্বাবুয়ে শিবিরে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরেকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে যান তিনি। এরপর তার স্যালুট উদযাপন। টেস্ট ক্রিকেটের সেই দৃশ্য এবার দেখা গেল ওয়ানডেতে।

ওয়েসলি আউটের পর মাঠে আসেন ওয়ানডে সিরিজ জয়ে জিম্বাবুয়ের নায়ক সিকান্দার রাজা। তিনি খেললেন মাত্র এক বল। ইবাদতের ওই ওভারের চতুর্থ বলে দারুণ ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। আগের দুই ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ জেতানো রাজা এবার ফিরলেন ‘গোল্ডেন ডাক’ সঙ্গী করে।

এরপর অষ্টম ওভারে দলীয় ৩১ রানের মাথায় আরও একটি উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। ২২ বলে ১০ রান করে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফেরেন ইনোসেন্ট কাইয়া। এরপর কেউ তেমন রান করতে পারেননি। তবে শেষ উইকেটে ৬৮ রানের জুটি কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে জিম্বাবুয়ের। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৬ রান করেছেন ১১ নম্বরে খেলতে নামা ভিক্টর নিয়াউচি। আর ১০ নম্বরে নেমে সর্বোচ্চ ২৭ বলে ৩৪ রান করেছেন এনগারাবা। দুজনে মিলে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।  

বাংলাদেশের পক্ষে ৫ ওভার ২ বল খেলে ১৭ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুই উইকেট করে পেয়েছেন তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।