NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০০ এএম

২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে।

ইসরায়েল এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি গুলি বর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯ শতাধিক মানুষ আহত হয়েছে।

 

তবে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজার মধ্যাঞ্চলে। সেখানে ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনুসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয় এবং আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

 

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী।

গত ১৯ জানুয়ারি দুপক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং হামাস তাদের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে। অপরদিকে ইসরায়েলও তাদের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে।

 

 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৯৩ ফিলিস্তিনি।