NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০১ এএম

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে গেছে ইন্টার মিয়ামির একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসিদের। তবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচটি পূর্বনির্ধারিত সময়ে খেলতে পারবে না মিয়ামি।

প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ভারী তুষারপাতের কারণে প্রাথমিকভাবে ম্যাচটি স্থগিত করেছিল উত্তর আমেরিকার ফুটবল সংস্থা- কনকাকাফ। এরপর তারা জানিয়ে দিয়েছে, খেলাটি ২৪টি ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

কনকাকাফ এক বিবৃতিতে বলেছে, ‘চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তটি খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দুটি ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এটি চূড়ান্ত হয়েছে।’

 

ক্রীড়া পরিচালনা সংস্থাটি আরও জানিয়েছে, মাঠে তুষার জমার সম্ভাবনার কারণেও ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব কানসাস এবং মধ্য ও পশ্চিম-মধ্য মিসৌরির কিছু অংশের জন্য শীতকালীন ঝড়ের সতর্কতাও জারি করেছে।

 

ফিরতি লেগ ২৫ ফেব্রুয়ারি মিয়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল জামাইকার ক্যাভালিয়ারের বিপক্ষে শেষ ষোলোতে মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন্স কাপ কনকাকাফের আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা, যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ক্লাবগুলোর সর্বোচ্চ মহাদেশীয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়।

 

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মিয়ামির কোচ হিসেবে মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে হ্যাভিয়ের মাসচেরানোর।