NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৮ এএম

আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতল ব্রাজিল

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল। সেখানে আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল। 

শেষ ম্যাচ চিলিকে ৩-০ গোলে হারানোয় আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল।

এচেভেরির দল জয় তো পায়নি, উল্টো ৩-২ গোলে হেরেছে। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। 

 

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলকে অনেকেই সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে বাদ দিয়েছিল। বিপরীতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল অনেকেই।

কিন্তু সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলই। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।

 

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রবিবার রাতে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো গোল না হলেও পরের শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।

৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস গোল করলে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

 

এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‍(‍+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল। শিরোপা জয়ের জন্য প্যারাগয়েকে ৪-০ গোলে হারানো লাগত আর্জেন্টিনাকে। কিন্তু এমন কঠিন সমীকরণে একই মাঠে খেলতে নেমে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে। এই অবস্থায় আর্জেন্টিনার শিরোপা জেতার আশা একরকম শেষই হয়ে যায়।

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে গেছে আর্জেন্টিনা। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিল।