NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নিউইয়র্কে একুশের বইমেলা ২১-২৩ ফেব্রুয়ারী


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৫:৪৫ পিএম

নিউইয়র্কে একুশের বইমেলা ২১-২৩ ফেব্রুয়ারী

‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ এই স্লোগান সামনে রেখে গত ১১ বছর ধরে নিউইয়র্কে শিল্প-সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল। সংগঠনটির স্বপ্নদ্রষ্টা কবি কাজী জহিরুল ইসলাম, যদিও তিনি সংগঠনের কোনো পোর্টফলিও ধারণ করেন না। ঊনবাঙালের সভাপতির দায়িত্ব পালন করছেন মুক্তি জহির। গত ২৬ জানুয়ারী ঊনবাঙালের ৪৭ তম সাহিত্য সভায় সকলের আগ্রহে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ-বছর ‘অমর একুশে বইমেলা-২০২৫’ আয়োজন করবে ঊনবাঙাল। আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারী জ্যামাইকার ইলহাম একাডেমী মিলনায়তনে (৮৭-৪১ ১৬৫ স্ট্রীট) এই মেলা অনুষ্ঠিত হবে। ‘পৃথিবী জুড়ে বাঙালী, বাঙালীর পৃথিবী’ শ্লোগান সামনে রেখে প্রথমবারের মতো এই বইমেলা আয়োজনের জন্য কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমকে আহবায়ক এবং আবৃত্তিশিল্পী ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিবকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের একটি আহবায়ক কমিটি এবং ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।
কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক- আবু নাসের ও সারোয়ার হোসাইনী, যুগ্ম সদস্য সচিব- কাজী ফৌজিয়া ও শামসুদ্দিন শামীম। সদস্য: যথাক্রমে আনোয়ার হোসেইন মঞ্জু, ডা. ওয়াজেদ এ খান, ড. আবুল কাশেম, এবিএম ওসমান গণি, মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল্লাহ জাহিদ, সৈয়দ ফজলুর রহমান, রাগীব আহসান, আজিজুল হক মুন্না, ইমরান আনসারী, আলী সাঈদ টিপু, শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, আদিত্য শাহীন, দিমা নেফারতিতি, সৈয়দ রাব্বী, ওয়াহেদ হোসেন, হাসান আমজাদ খান, আহসান হাবীব, সুমন শামসুদ্দিন, জিএম ফারুক খান, নুরুল খান, ইমাম চৌধুরী, নজরুল ইসলাম, সোহেল হামিদ, ফিরোজ আহমেদ, দেওয়ান নাসের রাজা, এইচ বি রিতা, এসএম মোজাম্মেল হক, আসাদুজ্জামান বাবু, রওশন হক, ফরিদা ইয়াসমিন, কাজী আজম, রফিক পাটওয়ারী, সোহানা নাজনীন, রেণু রোজা, কাওসার পারভীন চৌধুরী, হারুন-অর-রশিদ তানভীর, মুশফিক অন্তু, আহনাফ আলম, নেসার ভূঁইয়া রাসেল, টুটুল, মুন্না চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, নেলী ইসলাম, জেবুন্নেসা জ্যোৎস্না, ভায়লা সালিনা লিজা, লুৎফা শাহানা, শেলী জামান খান, সায়েব খালিসদার, শামসুন ফৌজিয়া, মিয়া এম আসকির, মিজান রহমান, আব্দুল মতিন, নাজমুল হোসেন, খালেদা আক্তার রুবী, জে মোল্লা সানী, শাহ আলম, মোহাম্মদ আলী, নুরুল আজিম, সৈয়দ জিন্নাত আলী, জিকরুল আমিন জুয়েল, ইসমাইল হোসেন স্বপন, শেখ হায়দার আলী, আমীন মেহেদী বাবু, কাজী সেলিম খান, আব্দুর রশিদ বাবু, মোহাম্মদ বিলাল চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম,  কাশেম আবুল (বাবু), সুলতান এ আলম বোখারী, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ আজাদ, আম্বিয়া বেগম ও সেলিম ইব্রাহীম।
উপদেষ্টা পরিষদ: সভাপতি- মনজুর আহমদ। সদস্য: ড. মহসিন পাটওয়ারী, হাসান ফেরদৌস, ড. আশরাফ উদ্দিন আহমেদ, ড. মোস্তফা সারওয়ার, মুজিব বিন হক, মতলুব আলী, শাহিদা আরবী, আজহারুল হক মিলন, তাসের মাহমুদ, আব্দুল মালেক, ডা. চৌধুরী মো: সারোয়ারুল হাসান, ইঞ্জিনিয়ার আলতাফ চৌধুরী।
ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির, মেলা উদযাপন কমিটির আহবায়ক ফখরুল আলম এবং সদস্য সচিব আহসান হাবিব যৌথ বিবৃতিতে জানান, একুশের চেতনা সমুন্নত রেখে একটি সর্বজনীন বইমেলা করাই আমাদের উদ্দেশ্য। ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ এই মেলায় উত্তর আমেরিকার বইপ্রেমী মানুষের ঢল নামবে বলেই তারা বিশ্বাস করেন।
কবি কাজী জহিরুল ইসলাম বলেন, আমার ভিশন হচ্ছে নিউইয়র্কে একটি লেখকের বইমেলা হোক, যেখানে প্রকাশকেরা নয়, লেখকেরা স্টল নেবেন, লেখক-পাঠক সরাসরি সংযোগ ঘটবে। এ-ছাড়া বই-কেন্দ্রীক নানান অনুষ্ঠান দিয়ে সাজানো হবে ৩ দিনের এই মেলা।