NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

লাল কার্ড দেখলেন বেলিংহ্যাম, পয়েন্ট হারিয়ে বিপদে রিয়াল


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৪:৩৪ এএম

লাল কার্ড দেখলেন বেলিংহ্যাম, পয়েন্ট হারিয়ে বিপদে রিয়াল

লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলতে নেমে ২ পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ঘরের মাঠে গিয়ে ১-১ ড্র করেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের বিতর্কের কেন্দ্রবিন্দু রিয়াল তারকা জুড বেলিংহ্যামের লাল কার্ড। ৩৯ মিনিটে রেফারিকে লক্ষ্য করে অপমানজনক কথা বলার অভিযোগে লাল কার্ড দেখেন অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর প্রায় ১ ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় রিয়ালকে।

 

রিয়াল যে গোলটি করেছে, সেটি ম্যাচের ১৫ মিনিটে অর্থাৎ বেলিংহ্যাম মাঠে থাকা অবস্থায়। গোলটি করেন কিলিয়ান এমবাপে। বেলিংহ্যাম মাঠ ছাড়ার পর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় কোনো গোল করতে পারেনি লস বাঙ্কসরা।

রিয়াল ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ১-১ সমতায় ফেরান আন্তে বুদিমি। এ নিয়ে লা লিগায় টানা তিনটি ম্যাচ জয়হীন থাকলো রিয়াল।

 

২ পয়েন্ট হারিয়ে বেশ বিপদেই পড়েছে টেবিলটপার রিয়াল। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১। সমান অ্যাতলেটিকোর ৫০। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৮।

লাল কার্ড নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের বেলিংহ্যাম জানান, তিনি রেফারিকে অপমান করেননি বরং নিজের হতাশা প্রকাশ করছিলেন।

রিয়াল তারকা বলেন, ‘একজন রেফারি যদি নিশ্চিত না হন, তবে এটি বোঝা কঠিন যে আমি এমন কিছু বলেছি যা আমি বলিনি। এর ফলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্পষ্ট মনে করতে পারি, এটি কেবল আমার নিজের প্রতি (হতাশার) অভিব্যক্তি ছিল, রেফারির উদ্দেশ্যে কিছু বলা হয়নি। কিন্তু এটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তিনি মনে করেছেন আমি তাকে অপমান করেছি..। কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না তাকে অপমান করার।’

 

 

রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বেলিংহ্যামের লাল কার্ডকে অন্যায় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রেফারি ইংরেজি ভালো বুঝতে পারেননি... বেলিংহ্যাম কিছুই করেনি যার জন্য লাল কার্ড পাওয়ার কথা।’

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাহিম দিয়াজ ছিলেন বেশ সক্রিয়।

১৫ মিনিটে ফেডেরিকো ভালভার্দে নিচু ক্রস দেন এবং এমবাপে নিখুঁত শটে গোল করেন। এটি ছিল লা লিগায় তার শেষ পাঁচ ম্যাচে সপ্তম গোল।
প্রথমার্ধে ওসাসুনার একমাত্র সুযোগটি আসে আইমার ওরোজের শট থেকে। যা রিয়াল গোলরক্ষক থুবো কর্তোয়া অসাধারণভাবে প্রতিহত করেন।

 

বেলিংহ্যামের লাল কার্ডের পর ১০ জন খেলোয়াড় নিয়ে খেলে রিয়ালকে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলতে হয়। ৫৮ মিনিট রিয়ালের এডুয়ার্দো কামাভিঙ্গা ওসাসুনার বুদিমিরকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বুদিমির পেনাল্টি থেকে তার ১৩ তম গোল করেন।

শেষ মুহূর্তে এমবাপে ও ভিনিসিয়ুস একাধিক সুযোগ পেলেও ওসাসুনার গোলরক্ষক সের্হিও হেরেরা তাদের শট রক্ষা করেন।

 

শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে আগামী বুধবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ম্যাচটি।