গত বছর বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। তার অভিনীত স্ত্রী সবচেয়ে বেশি আয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানের মতো সিনেমাকে। এবার স্ত্রী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অপেক্ষায় শ্রদ্ধা। ভৌতিক সিনেমার জগতে ইতোমধ্যে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী।
তবে চমকে দেওয়া বিষয় এই যে, আসন্ন আরো ৮টি ভৌতিক সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে!
দ্য নড ম্যাগাজিনের একটি রিপোর্টে জানা গেছে, ‘স্ত্রী ৩’ বা ‘ভেড়িয়া ২’ তো বটেই, অভিনেত্রীকে হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে চিত্র নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন রিলিজ ডেটসহ। আর এই সবগুলো সিনেমাতেই থাকছেন শ্রদ্ধা!
২০২৫ সালে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া ২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী ৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহেলা মহাযুদ্ধ’, ‘দুসরা মহাযুদ্ধ’।