এবারের মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের স্বস্তি নেই আসলে। থাকবে কী করে? সমান ম্যাচে ৪৯ ও ৪৮ পয়েন্টে যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা জমেছে ইউরোপের অন্য শীর্ষ চার লিগেও।
বাকি চার লিগেই স্ট্রাইকারদের ইঁদুর-বিড়াল দৌড় চলছেই। চলুন, দেখে নেওয়া যাক শীর্ষ ৫ লিগের গোলদাতাদের তালিকা-
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)
নাম |
ক্লাব |
গোল |
মোহাম্মদ সালাহ |
লিভারপুল |
২১ |
আর্লিং হালান্ড |
ম্যানচেস্টার সিটি |
১৯ |
আলেক্সজান্ডার ইসাক
ক্রিস উড
|
নিউক্যাসল
নটিংহাম ফরেস্ট
|
১৭ |
লা লিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)
নাম |
ক্লাব |
গোল |
রবার্ট লেভানডফস্কি |
বার্সেলোনা |
১৯ |
কিলিয়ান এমবাপ্পে |
রিয়াল মাদ্রিদ |
১৬ |
রাফিনিয়া |
বার্সেলোনা |
১৩ |
বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)
নাম |
ক্লাব |
গোল |
হ্যারি কেইন |
বায়ার্ন মিউনিখ |
২১ |
ওমর মারমুশ |
ফ্রাংকফুর্ট (বর্তমান ম্যানসিটি) |
১৫ |
প্যাট্রিক শিক |
লেভারকুসেন |
১৪ |
সিরি আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)
নাম |
ক্লাব |
গোল |
মাতেও রেতেগুই |
আতালান্তা |
২০ |
ময়েইস কিন |
ফিওরেন্টিনা |
১৫ |
মার্কাস থুরাম |
ইন্টার মিলান |
১৩ |
লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)
নাম |
ক্লাব |
গোল |
ওসমান দেম্বেলে |
পিএসজি |
১৬ |
ম্যাসন গ্রিনউড |
মার্শেই |
১৩ |
জোনাথন ডেভিড |
লিলে |
১২ |