NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৭ পিএম

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে  বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেরা চারে আগেই উত্তীর্ণ হয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।

গতকাল বৃহস্পতিবার বার্সার একপেশে জয় সম্ভব হয়েছে ফরোয়ার্ড ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে। মাত্র ৩০ মিনিটে হ্যাটট্রিক করে বার্সাকে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে বিশাল জয় এনে দিয়েছেন তিনি।

 

বলা যায়, এদিন ঘরের ছেলের হাতেই বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। কেননা এই তোরেসের জন্ম ফয়েস নামে ভ্যালেন্সিয়ার একটি পৌরসভায়। ক্যারিয়ারও তিনি শুরু করেন ভ্যালেন্সিয়ার হয়ে। অর্থাৎ নিজ শহর ও শৈশবের ক্লাবের বিপক্ষেই নিজের বিধ্বংসী রূপ দেখালেন তোরেস।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে মাস্তেলা স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাকে থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন তোরেস। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসার পর সেটি গোলে পরিণত করেন ২৪ বছর বয়সী তরুণ।

 

মাত্র ৫ মিনিট পর ফারমিন লোপেজ আরও একটি কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটে বক্সের প্রান্ত থেকে চমৎকার এক শটে বার্সাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

বিরতির পর বার্সা আক্রমণের গতি কিছুটা কমালেও ৫৯তম মিনিটে ইয়ামাল পঞ্চম গোলটি করেন। ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কি বল হাতে রাখতে ব্যর্থ হয়ে জালের ভেতরে পাঠিয়ে দেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই সপ্তাহের মধ্যে বার্সেলোনার দ্বিতীয় বড় জয় এটি। এর আগে তারা লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়া বর্তমানে লিগ টেবিলের নিচ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই করছে।

 

টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে তোরেস বলেন, ‘পিচের বাইরে আমি ভ্যালেন্সিয়ার একজন সাধারণ ভক্ত। আমার শৈশবের ক্লাবকে এমন অবস্থায় দেখতে কষ্ট লাগে। আমি তাদের শুভকামনা জানাই।’

আগামী বুধবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।