NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৫ পিএম

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা

একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। তারা একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের অভিনীত নাটক উপভোগ করেন দর্শক। চলতি বছরের প্রথম মাসে আবারও তারা একসঙ্গে কাজ করলেন।

তাদের দেখা যাবে একটি পণ্যের বিজ্ঞাপনে। তাদের সঙ্গে এতে আরও রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইমন ও শখ। সায়মন তারিকের গল্প ভাবনায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দুটি ভিন্ন প্রজন্মের চার তারকা।

 

গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’(বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। বিজ্ঞাপনটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম।

চিত্রনায়ক ইমন বলেন, ‌‘এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমার ভিষণ দুজন প্রিয় মানুষ ও শিল্পী আবুল হায়াত এবং দিলারা জামান আপার সঙ্গে কাজের সুযোগ মানেই তো আনন্দ। আমরা একটি পরিবারের গল্পে কাজ করেছি। আমার বাবা-মায়ের ভূমিকায় আছেন আবুল হায়াত ও দিলারা জামান। স্ত্রীর চরিত্রে শখ। বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’

 

দিলারা জামান বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। এ ধরনের কাজ করতে ভালো লাগে। সঙ্গে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আগেও কাজ হয়েছে। শুটিংয়ের পরিবেশটা তাই ঘরোয়া আমেজের ছিল।’

নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।